News Of The Day

ভার্চুয়াল বৈঠকে অভিষেক। কোর্টে মেসি সফরের আয়োজক শতদ্রুর হাজিরা। ‘মন কী বাত’। আর কী কী নজরে

রবিবার এক লক্ষের বেশি নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এসআইআরের প্রথম পর্বে দলের যে বিএলএ-রা ‘প্রাণপাত পরিশ্রম করে’ কাজ করেছেন, তাঁদের কাছে অভিষেকের লিখিত বার্তাও পৌঁছে যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ এসআইআরের দ্বিতীয় পর্ব নিয়ে দলের এক লক্ষের বেশি নেতা-কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এসআইআরের প্রথম পর্বে দলের যে বিএলএ-রা ‘প্রাণপাত পরিশ্রম করে’ কাজ করেছেন, তাঁদের কাছে অভিষেকের লিখিত বার্তাও পৌঁছে যাবে। আজ অভিষেকের এই বৈঠকের দিকে নজর থাকবে।

যুবভারতীকাণ্ডে অভিযুক্ত শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল বিধাননগর মহকুমা আদালত। সেই মেয়াদ পূরণ হওয়ার পরে আজ ফের শতদ্রুকে হাজির করানো হবে আদালতে। বস্তুত, লিয়োনেল মেসির সফরের মূল উদ্যোক্তা ছিলেন তিনিই। বর্তমানে যুবভারতীকাণ্ডের তদন্ত চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল (সিট)। রবিবার আদালতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি রয়েছে। প্রতি মাসের শেষ রবিবার এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। সেখানে ‘জিরামজি’ বিল পাশ হয়েছে। তা আইনেও পরিণত হয়েছে ইতিমধ্যে। সংসদের অধিবেশনের পরে এটিই প্রথম ‘মন কী বাত’ অনুষ্ঠান মোদীর। আজ প্রধানমন্ত্রীর বার্তায় কী কী বিষয় উঠে আসে সে দিকে নজর থাকবে আজ।

আজ ভারত বনাম শ্রীলঙ্কা মেয়েদের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই সিরিজ় জিতে গিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। প্রথম ও তৃতীয় ম্যাচ ভারত জিতেছে ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচ জিতেছে ৭ উইকেটে। কোনও ম্যাচেই দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। এ বার চুনকাম করার লক্ষ্যে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ের বাকি দু’টি ম্যাচ জিতে সেই লক্ষ্যে কি সফল হতে পারবেন হরমনপ্রীতেরা? আজ চতুর্থ ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ডিসেম্বরের শেষ লগ্নে জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। রোজই ধারাবাহিক ভাবে তাপমাত্রা কমছে। সঙ্গে চলছে উত্তুরে হাওয়ার দাপট। কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পর পারদ দু’তিন ডিগ্রি চড়তে পারে। উত্তরবঙ্গে অবশ্য তাপমাত্রার খুব বড়সড় পরিবর্তন হবে না। তবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। এর জেরে সকালের দিকে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি রয়েছে। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, সে দিকে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন