Sonarpur rrms Case

আবার সোনারপুরে মিলল আগ্নেয়াস্ত্র! ‘কুখ্যাত’ বিক্রমের সূত্র ধরে পাকড়াও স্নেক ও পকাই, মামলা অস্ত্র আইনে

পুলিশ সূত্রে খবর, বছর তিনেক আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতী সাধনের কাছ থেকে অভিযুক্তেরা এই আগ্নেয়াস্ত্র কিনেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৭:০১
arrest with arms

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তিন দুষ্কৃতী: বিক্রম, স্নেক এবং পকাই। —নিজস্ব চিত্র।

আবার সোনারপুর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একের পর এক আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোট তিন জনকে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। বুধবার বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে তিন অভিযুক্তকে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোনারপুরের লাঙলবেড়িয়া থেকে উদ্ধার হয়েছে মোট চারটি আগ্নেয়াস্ত্র। এক পুলিশকর্তা বলেন, ‘‘এর মধ্যে তিনটি ‘শর্ট’ একটি ‘লং আর্মস’ ছিল। এ ছাড়াও ৮ রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে।’’ বস্তুত, গত রবিবার রাতে সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় বিক্রম বাঁশি নামে এক দুষ্কৃতীকে। তার কাছ থেকে একটি ওয়ান শটার পায় পুলিশ। এর আগে ২০১৫ সালে ওই যুবককেই আগ্নোয়াস্ত্র-সহ গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিন পেয়ে যায় সে।

এ বার ধৃতকে জিজ্ঞাসাবাদ করে লাঙলবেড়িয়া এলাকায় জনৈক অনুপ বিশ্বাস ওরফে পকাই এবং হেমন্ত বাঁশি ওরফে স্নেক নামে আরও দু’জনকে পাকড়াও করা হয়। ওই দু’জনের কাছ থেকে ২টি ছোট ওয়ান শটার এবং একটি বড় নলওয়ালা বন্দুক উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বছর তিনেক আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতী সাধনের কাছ থেকে অভিযুক্তেরা এই আগ্নেয়াস্ত্র কিনেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তবে অনুপ এবং হেমন্তের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ পাওয়া যায়নি। তারা হালে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ভয় দেখিয়ে তোলাবাজির কাজ করত বলে জানা গিয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সেই মর্মে আদালতে আবেদন করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন