SIR in West Bengal

প্রশিক্ষণ চলছে বিএলওদের, এসআইআর-এর জন্য কী ভাবে কী করতে হবে, একাধিক ক্যাম্প কলকাতাতেও

গত ২৮ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত। কলকাতাতেও একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১১:০৪
পূর্ব বর্ধমানে বিএলওদের প্রশিক্ষণ শিবির চলছে। শুক্রবার।

পূর্ব বর্ধমানে বিএলওদের প্রশিক্ষণ শিবির চলছে। শুক্রবার। —নিজস্ব চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য কী ভাবে কী করতে হবে, রাজ্য জুড়ে তার প্রশিক্ষণ চলছে। বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের শেখানো হচ্ছে, কী ভাবে এসআইআর প্রক্রিয়া চলবে। মূলত, এসআইআর-এর জন্য ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন এই বিএলওরা। তার পর তথ্য নির্দিষ্ট অ্যাপে আপলোড করবেন। গত ২৮ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত। কলকাতাতেও একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে।

Advertisement

কলকাতার দু’টি জায়গায় বিএলওদের প্রশিক্ষণের ক্যাম্প আয়োজন করা হয়েছে শনিবার। কলেজ স্ট্রিটের ডিরোজ়িও হলে সকাল থেকে বিকেল পর্যন্ত দু’দফায় ক্যাম্প হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় চৌরঙ্গী, বেলেঘাটা, জোড়াসাঁকো এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফায় এন্টালি, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়ার বিএলওদের প্রশিক্ষণ চলবে। এ ছাড়া, জেসপ বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে মানিকতলার বিএলওদের জন্য পৃথক ভাবে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সূত্রের খবর, এসআইআর-এর জন্য সকলের নির্দিষ্ট ফর্ম ইতিমধ্যে ডাউনলোড করা হয়ে গিয়েছে। শনিবারের মধ্যে তা ছাপার জন্য পাঠিয়ে দেওয়া হবে। ছাপা ফর্মগুলি ৩ নভেম্বরের মধ্যে বিএলওদের হাতে তুলে দেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৪ তারিখ থেকেই বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ শুরু হয়ে যাবে।

বস্তুত, রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। প্রথমে কমিশনের তরফে রাজ্য সিইও দফতরে এই প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাঁরা ইআরও (ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার) এবং এইআরওদের (অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার) প্রশিক্ষণ দেন। ইআরও এবং এইআরও পৃথক ভাবে সিইও দফতর থেকেও প্রশিক্ষণ পেয়ে থাকেন। তাঁরা এর পর বিএলও সুপারভাইজ়ারদের প্রশিক্ষণ দেন। তাঁদের থেকে প্রশিক্ষণ পান বিএলওরা।

বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে। নভেম্বরেই ভোট। তার মধ্যে গত সোমবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও এসআইআর ঘোষণা করে। এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ‘অবৈধ’ ভোটারদের নাম বাদ দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে। যাঁরা মৃত বা যাঁদের নাম অন্যত্র ভোটার তালিকায় রয়েছে, তাঁরা বাদ পড়বেন। কমিশনের তথ্য অনুযায়ী, বিহারে এসআইআর-এর মাধ্যমে বাদ পড়েছে প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম। গোটা প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গেও রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন