Death Case

গার্ডেনরিচে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দু’জনের বন্ধু, ঘটনার প্রত্যক্ষদর্শী নন্দলাল নামে এক যুবক জানান, তাঁরা মোটরবাইকে চেপে একসঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিলেন। তিন জনে একই সংস্থায় কাজ করেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ০৯:৩২
তলিয়ে যাওয়া দুই যুবকের নাম গোলাম রসুল (২৩) এবং মহম্মদ ইরফান (২১)।

তলিয়ে যাওয়া দুই যুবকের নাম গোলাম রসুল (২৩) এবং মহম্মদ ইরফান (২১)। —প্রতীকী চিত্র।

সাতসকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন একটি খাবার সরবরাহকারী সংস্থার কর্মী দুই যুবক।দু’জনেরই বাড়ি গার্ডেনরিচ থানা এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারা মা নদীঘাট এলাকায়। তলিয়ে যাওয়া দুই যুবকের নাম গোলাম রসুল (২৩) এবং মহম্মদ ইরফান (২১)।রসুলের বাড়ি গার্ডেনরিচের শ্যামলাল লেনে। ইরফান গার্ডেনরিচেরই বাতিকল এলাকার বাসিন্দা।

ওই দু’জনের বন্ধু, ঘটনার প্রত্যক্ষদর্শী নন্দলাল নামে এক যুবক জানান, তাঁরা মোটরবাইকে চেপে একসঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিলেন। তিন জনে একই সংস্থায় কাজ করেন। প্রত্যেকেইগার্ডেনরিচ থেকে রবীন্দ্রনগরের তারা মা ঘাটে স্নান করতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন যুবকের কেউই সাঁতার জানতেন না। তাঁরা যখন স্নান করতে নামেন, সেই সময়ে গঙ্গায় জোয়ার চলছিল। নিমেষের মধ্যে তলিয়ে যান রসুল এবং ইরফান। তবে, বিপদ বুঝে নন্দলাল তড়িঘড়ি উঠে আসেন। তিনিই দুই বন্ধুর বাড়িতে এবং থানায় খবর দেন। খবর পেয়ে রবীন্দ্রনগর থানার পুলিশ পৌঁছে নৌকা নিয়ে দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। দুপুরের পরে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা পৌঁছে খোঁজ শুরু করেন।

পুলিশ সূত্রের খবর, আশপাশের থানাকেও খবর দেওয়া হয়েছে। বিভিন্ন স্নান-ঘাটে নজরদারি চলছে। তবে এ দিন রাত পর্যন্ত ওই দুই যুবকের কোনও সন্ধান মেলেনি।

আরও পড়ুন