সিপি রাধাকৃষ্ণন। —ফাইল চিত্র।
উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রাজ্যে আসছেন সিপি রাধাকৃষ্ণন। ২৩ জানুয়ারি, শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার বিকেল ৪টে নাগাদ সেখানে তাঁর যোগ দেওয়ার কথা।
জানা গিয়েছে, নেতাজিজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দেবেন রাধাকৃষ্ণন।
গত বছর ১২ সেপ্টেম্বর ভারতের ৫০তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন রাধাকৃষ্ণন। তার পর এই প্রথম রাজ্যে আসতে চলেছেন তিনি।