Weather Update

Bengal weather today: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের জেরে মেঘলা আকাশ, আরও বাড়ল তাপমাত্রা

শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। শনিবার সকালে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। জেলার শহরগুলিতেও বেড়েছে তাপমাত্রার পারদ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৯:৫৫
আকাশ এখন মেঘলা।

আকাশ এখন মেঘলা। নিজস্ব চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা গত কয়েক দিনে বেড়েছে। যার জেরে উধাও শীত-শীত ভাব। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের কারণে উত্তরের হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। সে কারণেই বেড়েছে তাপমাত্রা। শুক্রবারের মতো শনিবারেও মহানগরীর আকাশ ঢেকে মেঘে। সকাল থেকে রোদের দেখা নেই। কলকাতায় শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। শনিবার সকালে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। জেলার অন্য শহরগুলিতেও বেড়েছে তাপমাত্রার পারদ।

Advertisement
গ্রাফিক—শৌভিক দেবনাথ।

গ্রাফিক—শৌভিক দেবনাথ।

গত ২৪ ঘণ্টায় কলকাতার পাশাপাশি আসানসোল, ডায়মন্ড হারবার, দিঘা, মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই পরগনা, হাওড়া এবং হুগলিতে।

Advertisement
আরও পড়ুন