West Bengal Weather Update

গাঙ্গেয় বঙ্গে নিম্নচাপ অঞ্চল, দোসর ঘূর্ণাবর্ত! বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস, সারা দিন দুর্যোগ কলকাতায়?

গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৮১.৬ মিলিমিটার, দমদমে ৯৯.৩ মিলিমিটার এবং সল্টলেকে ৮৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লাইনে জল জমায় লোকাল ট্রেন দেরিতে চলছে হাওড়া এবং শিয়ালদহ শাখায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১০:৫৭
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। —নিজস্ব চিত্র।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হচ্ছে। তা ছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। তার ফলে সোমবার রাত থেকে নাগাড়ে বর্ষণ হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।

Advertisement

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বারাণসী, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে মঙ্গলবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

সোমবারও দফায় দফায় প্রায় সারা দিনই বৃষ্টি হয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকতে পারে বলে পূর্বাভাস।

টানা বৃষ্টিতে ইতিমধ্যেই বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। কলকাতার ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা-সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল জমেছে। কোথাও কোথাও গোড়ালি অবধি, তো কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৮১.৬ মিলিমিটার, দমদমে ৯৯.৩ মিলিমিটার এবং সল্টলেকে ৮৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লাইনে জল জমায় বেশ কয়েকটি লোকাল ট্রেন দেরিতে চলছে হাওড়া এবং শিয়ালদহ শাখায়। হুগলির আরামবাগে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় সেখানকার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের তরফে জানানো হয়েছে, দুপুরের মধ্যে সমস্যার সমাধান করা হবে।

Advertisement
আরও পড়ুন