Winter in West Bengal

ভোরের দিকে জেলায় জেলায় ঘন কুয়াশা! বিশেষ বদল হবে না রাতের তাপমাত্রাও, রাজ্যে আপাতত শীত থাকবে একইরকম

আগামী সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১২:২৯
গ্রামের কুয়াশাচ্ছন্ন রাস্তা।

গ্রামের কুয়াশাচ্ছন্ন রাস্তা। —ফাইল চিত্র।

রাজ্যে আপাতত শীত থাকবে একই রকম। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। যেমন রয়েছে, তেমনই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার চাদরও দেখা যেতে পারে।

Advertisement

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। সোমবারের তুলনায় কিছুটা বেড়েছে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ মূলত পরিষ্কারই ছিল। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়েছে।

আগামী সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। চলতি সপ্তাহে সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে শনি এবং রবিবার সকালে ঘন কুয়াশা থাকতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও ঘন কুয়াশা দেখা যেতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় উত্তরের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। শুক্র, শনি এবং রবিবার ঘন কুয়াশা থাকতে পারে উত্তরের বিভিন্ন জেলায়। শুক্রবার দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। শনি এবং রবিবার কালিম্পং এবং আলিপুরদুয়ার বাদে উত্তরের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ওই সময়ে কোথাও কোথাও সকালের দিকে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্তও নেমে আসতে পারে।

কুয়াশার কারণে সকালের দিকে ট্রেন কিছুটা দেরিতে চলতে পারে। রাস্তায় গাড়ির গতিও অন্য সময়ের তুলনায় কিছুটা কম থাকতে পারে। কুয়াশার সময়ে গাড়ি চালানোর সময়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছে আবহাওয়া দফতর।

Advertisement
আরও পড়ুন