Samagra Shiksha Mission video classes

শিক্ষকের অভাব! প্রাথমিক পড়ুয়ার ক্লাসও হবে ভিডিয়োতে, এ বার সিদ্ধান্ত সমগ্র শিক্ষা মিশনের

আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিয়ো ক্লাসের বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার সে পথেই হাঁটছে সমগ্র শিক্ষা মিশনও। অর্থাৎ, একেবারে প্রথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাবে ডিজিটাল শিক্ষার সুবিধা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৪:১০
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি! সমস্যা সমাধানে ভিডিয়ো ব্যবহার করতে চাইছে সমগ্র শিক্ষা মিশনও। এ বার থেকে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও ভিডিয়ো দেখে নিজেরাই সেরে নেবে নিজেদের পড়াশোনা।

Advertisement

আর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিয়ো ক্লাসের বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার সে পথেই হাঁটছে সমগ্র শিক্ষা মিশনও। অর্থাৎ, একেবারে প্রথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাবে ডিজিটাল শিক্ষার সুবিধা।

গত কয়েক মাসে বার বার অভিযোগ উঠেছে, ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে ব্যস্ত থাকায় শিক্ষক-শিক্ষিকাদের অনেকে নিয়মিত ক্লাস করাতে পারছেন না। প্রশ্ন উঠেছে পঠনপাঠনের যে ঘাটতি থেকে যাচ্ছে, তা পূরণ হবে কী করে? সে সমস্যা সমাধানেই ‘সেল্‌ফ লার্নিং’-এর কথা ভাবছে শিক্ষা দফতর। ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।

সমগ্র শিক্ষা মিশন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে ভিডিয়ো তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা করে বিষয়ভিত্তিক ভিডিয়ো তৈরি করা হয়েছে। এখন‌ও পর্যন্ত ৩৮৭ বিষয়ে প্রায় ৪০৪টি ভিডিয়ো তৈরি করা হয়েছে। সে সব ভিডিয়ো-র ইউটিউব লিঙ্ক আপলোড করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে। পড়ুয়ারা বাড়িতে বসেই মোবাইলে এই ভিডিওগুলি দেখতে পাবে। তবে, যে সমস্ত স্কুলের স্মার্ট ক্লাসরুম রয়েছে তারা স্কুলেই ওই ভিডিয়ো চালিয়ে পঠনপাঠন এগিয়ে নিয়ে যেতে পারবে। জানা গিয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৮৪ টি ভিডিয়ো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৮৫, মাধ্যমিক স্তরে ১৮৬টি ও উচ্চ মাধ্যমিক স্তরে ১৮৭ টি ভিডিয়ো প্রস্তুত করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন