নিজস্ব চিত্র।
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে নাম নথিভুক্ত করেও পরীক্ষায় বসেনি অথবা নাম নথিভুক্তই করেনি (নতুন পরীক্ষার্থী) এমন প্রায় ২৫০০ পড়ুয়া ফের পরীক্ষায় বসতে চলেছে। ২০২৬ উচ্চ মাধ্যমিক চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারিতে। সেই সঙ্গেই তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টার, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, এখনও পর্যন্ত, ৭,০৭,৬৭২ পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী রয়েছে, তেমনই পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীরাও রয়েছে।
শুধু মাত্র চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে ৬,৩৩,৫৫৮ প়ড়ুয়া। তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা ৫৮,৮৬৪। পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীর সংখ্যা ১৫,২২৪।
২০২৫ সালের ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়। যেখানে ৬,৬০,২৬০ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। পরীক্ষায় বসেছিল ৬,৪৫,৮৩২ জন। উত্তীর্ণ হয় ৬,০৫,২৫৭ জন। অর্থাৎ প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী অনুত্তীর্ণ অথবা অনুপস্থিত ছিল।
শিক্ষা সংসদ সূত্রের খবর, তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা ৫৮,৮৬৪। এর মধ্যে ৫৬,৩৯৪ পড়ুয়া অকৃতকার্য হয়েছিল। ১,৪৬৬ জন নাম নথিভুক্ত করেও তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেনি। এরা সকলেই এ বার পরীক্ষায় বসবে। পাশাপাশি ১,১০৪ জন নতুন পরীক্ষার্থী প্রথমবারের জন্য নাম নথিভুক্ত করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে নতুন পরীক্ষার্থীদের মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ২,৪৭০ জন।
এ প্রসঙ্গে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এ রকম বহু পরীক্ষার্থী রয়েছে যারা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেয়নি। তারা সরাসরি চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসবে। তার সঙ্গে সপ্লিমেন্টারি পরীক্ষার্থীও রয়েছে।”