Tollywood Wedding

টলিপাড়ায় আরও এক বিয়ের খবর, সাতপাকে বাঁধা পড়বেন বিশ্বাবসু বিশ্বাস, পাত্রী কে?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিশ্বাবসু বিশ্বাস। বিষ্ণুপুরে বিয়ে করতে যাবেন অভিনেতা। কলকাতায় হবে প্রীতিভোজ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:০৪
কবে বিয়ে করছেন বিশ্বাবসু বিশ্বাস?

কবে বিয়ে করছেন বিশ্বাবসু বিশ্বাস? ছবি: সংগৃহীত।

টলিপাড়ার পরিচিত নাম বিশ্বাবসু বিশ্বাস। তাঁকে বিভিন্ন ধারাবাহিকে দেখেছে দর্শক। তবে এ বার নতুন খবর শোনালেন অভিনেতা। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিশ্বাবসু। ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা। পাত্রী বিষ্ণুপুরের মেয়ে। বিয়ে নিয়ে কী পরিকল্পনা অভিনেতার?

Advertisement
হবু স্ত্রী ঐশিকী ঘটকের সঙ্গে বিশ্বাবসু।

হবু স্ত্রী ঐশিকী ঘটকের সঙ্গে বিশ্বাবসু। ছবি: ফেসবুক।

বিয়ে নিয়ে কথা বলতে কিছুটা অস্বস্তিবোধ করছিলেন অভিনেতা। এই বিষয় নিয়ে বেশি লেখালেখি হোক তা মন থেকে চান না তিনি। আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। তিনি বললেন, “যেমন বিয়ের প্রস্তুতি হয়, সে ভাবেই হচ্ছে। বিষ্ণুপুরে যাব বিয়ে করতে। সামাজিক নিয়ম মেনেই বিয়ে হবে আমাদের।” বিশ্বাবসুর হবু স্ত্রী-ও কি একই পেশার সঙ্গে যুক্ত? তাঁর হবু স্ত্রীর নাম ঐশিকী ঘটক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়েই পড়াশোনা করছেন। কিছু দিন প্রেমপর্বের পরে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। ২৩ জানুয়ারি বিষ্ণুপুরে বিয়ে। তার পর ২৮ জানুয়ারি কলকাতায় হবে প্রীতিভোজ।

উল্লেখ্য, টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। ওই একই দিনে বিয়ে করবেন অভিনেত্রী মধুমিতা সরকার। তিনিও বেশ অনেকদিন বিয়ের তারিখটা আড়ালেই রেখেছিলেন। এখন তাঁদের আইবুড়োভাত খাওয়ার ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে। অন্য দিকে ফেব্রুয়ারি মাসেই নাকি বিয়ে করবেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলিও। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা।

Advertisement
আরও পড়ুন