Pak Rangers Detain BSF Jawan

আমার বাবাকে পাকিস্তান ছেড়ে দিক, আর কিচ্ছু চাই না! মায়ের সঙ্গে পঠানকোট রওনা দেওয়ার আগে আর্তি পূর্ণম-পুত্রের

সোমবার সকালে পূর্ণমের স্ত্রী তাঁর আট বছরের ছেলে, দুই বোন এবং ভাইকে নিয়ে পঠানকোটের উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁরা বিমানে কলকাতা থেকে চণ্ডীগড় যাবেন। সেখান থেকে তাঁরা সড়কপথে পৌঁছোবেন পঠানকোটে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৩:৩২
(বাঁ দিকে) বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ এবং তাঁর স্ত্রী রজনী সাউ (ডান দিকে)।

(বাঁ দিকে) বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ এবং তাঁর স্ত্রী রজনী সাউ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

পাকিস্তানে আটক স্বামীকে ফিরিয়ে আনতে পঞ্জাবের পঠানকোটের উদ্দেশে রওনা দিলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ। রবিবার সকালে মায়ের সঙ্গে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে পূর্ণমের আট বছরের পুত্রসন্তান আরব বলে, ‘‘পাকিস্তান আমার বাবাকে ছেড়ে দিক, আর কিছু চাই না। বাবাকে খুব ভালবাসি। সব ছিনিয়ে নিক, কিন্তু বাবাকে না।’’

Advertisement

আর পূর্ণমের স্ত্রী রজনী বলেন, “দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ আমার স্বামীর বিষয়ে কোনও খবর দিতে পারেনি। ছ’দিন হয়ে গেল। শুধু জেনেছি সে পাকিস্তানে বন্দি রয়েছে। আমি গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলব। প্রয়োজনে দিল্লির দরজায় কড়া নাড়ব।” কিছু একটা গোপন করা হচ্ছে বলেও সন্দেহপ্রকাশ করেন পূর্ণমের স্ত্রী। তিনি বলেন, “একজন বিএসএফের জওয়ান ১৭ বছর ধরে চাকরি করছেন। তিনি সীমান্ত চেনেন না? ওরা বলছে আমার স্বামী ভুল করে সীমান্ত পেরিয়ে যায়। আমি ওখানে গিয়ে বিষয়টা জানতে চাইব।’’

রজনী কয়েক মাসের অন্তঃসত্ত্বা। তবু ঝুঁকি নিয়েও পঠানকোট যেতে চান পূর্ণমের স্ত্রী। বিএসএফ কর্তৃপক্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “ওঁরা বলছেন আমার স্বামী ঠিক আছে। কিন্তু ও শত্রু দেশে রয়েছে। তা হলে আমি কী করে চিন্তা না-করে থাকব? এই কারণে এই অবস্থাতেও আমায় বাড়ি থেকে বেরোতে হচ্ছে।’’

সোমবার সকালে রজনী আট বছরের ছেলে আরব, দুই বোন এবং ভাইকে নিয়ে পঠানকোটের উদ্দেশে রওনা দেন। তাঁরা দুপুর দেড়টার বিমানে কলকাতা থেকে চণ্ডীগড় যাবেন। সেখান থেকে তাঁরা সড়কপথে পৌঁছোবেন পঠানকোটে। সেখানে ২৪ নম্বর ব্যাটেলিয়নের অফিসারদের সঙ্গে কথা বলবেন তাঁরা। স্বামী কী অবস্থায় পাকিস্তানে রয়েছেন, তা জানতে চাইবেন পূর্ণমের স্ত্রী।

মায়ের সঙ্গে পাঠানকোট যাবার জন্য জামাপ্যান্ট পরে সোমবার সকাল থেকেই প্রস্তুত ছিল আরব। গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে গেরুয়া টিপ পরে পছন্দের সাইকেল নিয়ে বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল সে। কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করতেই বলে উঠল, “বাবাকে আনতে যাচ্ছি।”

পঠানকোটের ফিরোজপুরে সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। বুধবার দুপুরে ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। তার পর থেকে হুগলির রিষড়ার সুশীলাচন্দ্র আওয়ান রোডে পূর্ণমদের বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা লেগেই রয়েছে। বিএসএফের তরফে সাউ পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, পূর্ণমকে মুক্ত করার সব চেষ্টাই চলছে। তবু আতঙ্ক কাটছে না পরিবারের সদস্যদের।

Advertisement
আরও পড়ুন