Earthquake in US

আমেরিকার আলাস্কা উপদ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প! সুনামি সতর্কতা জারি করেও পরে প্রত্যাহার করা হল

ভূমিকম্পের পরেই আলাস্কা উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা পরে অবশ্য ‘সতর্কতা’ শব্দটি সরিয়ে ‘পরামর্শ’ শব্দটি ব্যবহার করা হয়। তারও কিছু পরে সম্ভাব্য সুনামি পরিস্থিতি নিয়ে দেওয়া পরামর্শ প্রত্যাহার করে নেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১০:৩৪
আমেরিকার আলাস্কা উপদ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প।

আমেরিকার আলাস্কা উপদ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত।

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা উপকূল। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা (ইউএস জিয়োলজিক্যাল সার্ভে) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় কম্পন অনুভূত হয় আলাস্কা উপদ্বীপের প্রাণকেন্দ্র পোপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। অবশ্য এখনও পর্যন্ত সেখান থেকে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

ভূমিকম্পের পরেই আলাস্কা উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা পরে অবশ্য ‘সতর্কতা’ শব্দটি সরিয়ে ‘পরামর্শ’ শব্দটি ব্যবহার করা হয়। তারও কিছু পরে সম্ভাব্য সুনামি পরিস্থিতি নিয়ে দেওয়া সেই ‘পরামর্শ’ প্রত্যাহার করে নেওয়া হয়। আপাতত সেখানে সুনামি বা জলোচ্ছ্বাসের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএস জিয়োলজিক্যাল সার্ভে।

মিশিগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের যে তীব্রতা ধরা পড়েছে, তাতে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। কিন্তু এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। অবশ্য প্রতি বছরই সাত থেকে আট মাত্রার ১০-১৫টি ভূমিকম্প হয়ে থাকে আলাস্কার উপকূল বরাবর।

ইউএস জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকার পাতের মধ্যে সংঘর্ষের কারণেই এই ভূমিকম্প। ভূমিকম্পের একাধিক ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও এগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। কোথায় দেখা গিয়েছে গাড়ি দুলছে, কোথাও বা দুলছে সুউচ্চ বহুতল। আতঙ্কে অনেকেই বহুতল থেকে নীচে নেমে আসেন।

Advertisement
আরও পড়ুন