Runway on Ganga Expressway

পাক হামলার মোকাবিলায় মোদীর উদ্বোধন করা এক্সপ্রেসওয়ে তৈরি, মহড়া বায়ুসেনার যুদ্ধবিমানের

যুদ্ধকালীন পরিস্থিতিতে চিন এবং পাকিস্তানের মোকাবিলা করতে কয়েক বছর আগেই উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের বিভিন্ন জাতীয় সড়কে রানওয়ে গড়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৪:৪৮
Amid tension with Pakistan IAF conducts take-off, landing drill on Ganga Expressway in Uttar Pradesh

জাতীয় সড়কে যুদ্ধের প্রস্তুতি। ছবি: সংগৃহীত।

জাতীয় সড়কের উপর তৈরি করা এফ ফালি রানওয়ে! পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী সংঘাতের আবহে সেখানেই জরুরি ভিত্তিতে অবতরণ ও উড়ানের মহড়া দিল ভারতীয় বায়ুসেনা। লক্ষ্য, পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে আপৎকালীন ব্যবহার।শুক্রবার উত্তরপ্রদেশের সহারনপুরে গঙ্গা এক্সপ্রেসের উপর নির্মিত এয়ারস্ট্রিপে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের অবতরণ এবং উড়ানের অনুশীলন হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

Advertisement

যুদ্ধকালীন পরিস্থিতিতে চিন এবং পাকিস্তানের মোকাবিলা করতে কয়েক বছর আগেই উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের বিভিন্ন জাতীয় সড়কে রানওয়ে তৈরি করা হয়েছে। সেখানে বায়ুসেনার ভারী সামরিক পরিবহণ বিমান সি-১৩০জে সুপার হারকিউলিস, যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই উড়ানের সফল মহড়াও হয়েছে একাধিক বার।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার সঙ্গে রাজধানী লখনউকে সংযোগকারী গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন। জাতীয় সড়কে রানওয়ে নির্মাণের পাশাপাশি সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সীমান্তবর্তী এলাকায় নির্মীয়মাণ সড়ক-সুড়ঙ্গগুলিকে ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে! আগামী দিনে যে সুড়ঙ্গগুলি তৈরি হবে, সেখানে অস্ত্র ও গোলাবারুদ রাখার বিশেষ পরিকাঠামো গড়া হচ্ছে। ‘বহুমুখী টানেল’ গড়ার এই পরিকল্পনা রূপায়ণের দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা বর্ডার রোডস অর্গানাইজ়েশন (বিআরও)।

Advertisement
আরও পড়ুন