Kash Patel

কাশের পদত্যাগ ঘিরে জল্পনা

এফবিআইয়ের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ (কাশ) পটেল। এমনই দাবি করেছে আমেরিকার প্রথম সারির কিছু সংবাদমাধ্যম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৬:৩৪
কাশ পটেল।

কাশ পটেল। —ফাইল চিত্র।

এফবিআইয়ের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ (কাশ) পটেল। এমনই দাবি করেছে আমেরিকার প্রথম সারির কিছু সংবাদমাধ্যম। আমেরিকান ধনকুবের তথা অজস্র মহিলা ও শিশু নির্যাতনে অভিযুক্ত জেফরি এপস্টাইনের অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট নিয়ে প্রবল দ্বন্দ্ব শুরু হয়েছিল অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনোর মধ্যে। সেই দ্বন্দ্ব এতটাই প্রকট হয়েছে যে, ড্যান পদ ছাড়তে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। বিচার বিভাগের একটি সূত্র জানাচ্ছে, ড্যান ও কাশ দু’জনেই তদন্তে চূড়ান্ত স্বচ্ছতা বজায় রাখার পক্ষপাতী। ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নতিস্বীকার করে ড্যান যদি ইস্তফা দেন, সে ক্ষেত্রে তাঁর পাশে থাকার বার্তা দিয়ে নিজের পদ থেকে সরে আসতে পারেনকাশ-ও।

আরও পড়ুন