Bangladesh Unrest

হাদির খুনে চূড়ান্ত চার্জশিট চলতি সপ্তাহেই! ইউনূস সরকারের আশ্বাস, ক্ষমতায় থাকতেই সম্পন্ন হবে বিচার

বাংলাদেশে আসন্ন ভোটে লড়ার কথা ছিল হাদির। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৪৭
শরিফ ওসমান হাদি।

শরিফ ওসমান হাদি। — ফাইল চিত্র।

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার চূড়ান্ত চার্জশিট আগামী বুধবারের মধ্যে জমা পড়বে। সোমবার জানিয়ে দিল সে দেশের অন্তর্বর্তী সরকার। তারা এ-ও জানাল, ক্ষমতায় থাকতেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন।

Advertisement

সোমবার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরাকরের আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার পরেই তিনি জানান, হাদির হত্যাকে গুরুত্ব দিয়ে দেখছে সরকার। তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে বিডিনিউজ২৪ ডট কম। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ এই খুনের তদন্ত করছে। স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ সচিব নাসিমুল গানি জানান, চার্জশিট প্রস্তুত। তা এখন পর্যালোচনার কাজ চলছে।

বাংলাদেশে আসন্ন ভোটে লড়ার কথা ছিল হাদির। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। তাঁকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। ছ’দিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই তাঁর মৃত্যু হয়। তার পর থেকে বাংলাদেশ জুড়ে অশান্তি শুরু হয়। হাদির হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। তাঁদের মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিমের পরিবারের সদস্যেরাও রয়েছেন।

Advertisement
আরও পড়ুন