রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। — ফাইল চিত্র।
সুদানের আবেইতে রাষ্ট্রপুঞ্জের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় মৃত্যু হল বাংলাদেশের ছয় শান্তিরক্ষীর। জখম অন্তত আট জন। শনিবার সে কথা জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সঙ্গে নিহত ও আহতদের নাম, পরিচয়ও প্রকাশ্যে আনা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। সরব হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসও।
সুদানে হামলায় বাংলাদেশ সেনার নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় রবিবার দুপুরে প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)। সুদানের স্থানীয় সময় অনুযায়ী শনিবার দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ রাষ্ট্রপুঞ্জের ঘাঁটিতে অতর্কিতে ড্রোন হামলা চালানো হয়। তাতেই মৃত্যু হয় ছ’জনের। নিহতেরা হলেন কর্পোরাল মহম্মদ মাসুদ রানা, সৈনিক মহম্মদ মমিনুল ইসলাম, শামীম রেজ়া, শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কর্মচারী মহম্মদ সবুজ মিয়া। সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও আট জন।
শনিবারের ঘটনার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জও। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস বলেন, ‘‘সুদানের কাদুগলিতে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার কড়া নিন্দা জানাই। আন্তর্জাতিক আইনের আওতায় এটি যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে। দোষীদের শাস্তি হবেই।’’