Nepal

নেপালে পাহাড়ে চড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ভারতের রাষ্ট্রদূত! হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাওয়া হল কাঠমান্ডুর হাসপাতালে

নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব শনিবার দুপুরে ললিতপুর জেলায় হাইকিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কাঠমান্ডুর উত্তরে অবস্থিত চম্পাদেবী পাহাড়ে চড়তে গিয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫
নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব।

নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব। — ফাইল চিত্র।

প্রতিবেশী দেশে হাইকিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ভারতের রাষ্ট্রদূত। হেলিকপ্টারে উ়ড়িয়ে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। শনিবার নেপালের ললিতপুর জেলায় ঘটনাটি ঘটেছে। নেপাল সেনাবাহিনীর সূত্রে খবর পাওয়া গিয়েছে, আপাতত তিনি বিপন্মুক্ত। শারীরিক অবস্থাও স্থিতিশীল।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব শনিবার দুপুরে ললিতপুর জেলায় হাইকিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কাঠমান্ডুর উত্তরে অবস্থিত চম্পাদেবী পাহাড়ে চড়তে গিয়েছিলেন তিনি। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নবীন। চিকিৎসার জন্য যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানকার গ্র্যান্ডে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

নেপাল সেনাবাহিনীর সদর দফতরের এক কর্তা পিটিআইকে বলেন, “হাইকিং করার সময় ভারতের রাষ্ট্রদূত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে নেপাল সেনার হেলিকপ্টারে করে তাঁকে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। সেখানকার এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।” নেপাল সেনার সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ভারতের রাষ্ট্রদূত পাহাড়ে চড়তে গিয়ে উচ্চতাজনিত শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

২০২২ সালের জুন মাসে নেপালে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন নবীন। ১৯৯৩ ব্যাচের আইএফএস নবীনের কূটনৈতিক কর্মজীবন শুরু হয়েছিল হংকংয়ে। পরে দায়িত্ব পালন করেছেন বেজিং এবং ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসেও। সম্প্রতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথম রাষ্ট্রদূত হিসাবে তাঁর সঙ্গে দেখা করেছিলেন নবীন।

Advertisement
আরও পড়ুন