বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।
ঘুষ, জালিয়াতি, বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছিল ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ইজ়রায়েলের আদালতে চলছিল মামলা। কথা ছিল আগামী শুনানিতে হাজির থাকতেই হবে নেতানিয়াহুকে। কিন্তু পশ্চিম এশিয়ার ‘জটিল’ পরিস্থিতিতে হাজিরা এড়িয়ে যেতে চেয়েছিলেন নেতানিয়াহু। যা মেনে নেয়নি আদালত। এই প্রসঙ্গে ট্রুথ-সোশ্যালে পোস্ট করে নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পোস্ট করেন নেতানিয়াহুও। সেখানেই উঠে এসেছে— পশ্চিম এশিয়াকে ‘মহান’ রূপে গড়ে তোলার প্রসঙ্গ!
২০১৯ সালে ঘুষ, জালিয়াতি, দেশের বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ উঠেছিল নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালে তালিকায় যুক্ত হয়েছিল তিনটি ফৌজদারি মামলাও। তার পর থেকেই ইজ়রায়েলের আদালতে চলছে মামলা। সম্প্রতি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, মামলার আগামী শুনানিতে হাজির থাকতে হবে নেতানিয়াহুকে। অন্য দিকে, ইজ়রায়েল-ইরান যুদ্ধ সম্প্রতি থামলেও, পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত। এমন পরিস্থিতিতে আদালতে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, আর্জি জানিয়েছিলেন নেতানিয়াহুর আইনজীবী। সে কথা মানেনি ইজ়রায়েলের আদালত। নির্দেশ জারি হয়— আজ সোমবার, হাজিরা দিতেই হবে নেতানিয়াহুকে।
এই প্রসঙ্গেই ‘বন্ধু’ নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। ট্রুথ-সোশ্যালে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলা মামলাকে ‘প্রহসন’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ‘...নেতানিয়াহুর সঙ্গে যা হচ্ছে, তা পাগলামি ছাড়া কিছু নয়!’ নেতানিয়াহু আপাতত বন্দি-মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনায় ব্যস্ত। এমন সময় নেতানিয়াহুকে বিচারের নামে সারাদিন আদালতে বসিয়ে রাখাটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না— মত ট্রাম্পের। এরপর নেতানিয়াহু এক্স-হ্যান্ডেলে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘...আমরা একসঙ্গে আবার পশ্চিম এশিয়াকে মহান করে তুলব।’