Donald Trump White House

ভেঙে ফেলা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ, তৈরি হবে ডোনাল্ড ট্রাম্পের ‘স্বপ্নের’ বলরুম, ব্যয় ১৭৫৯ কোটি!

আগামী সেপ্টেম্বর মাসেই নতুন বলরুম নির্মাণের কাজ শুরু হতে পারে। খরচ হতে পারে আনুমানিক ১,৫০০ কোটি টাকা। ৯০,০০০ বর্গফুট এলাকা জুড়ে গড়া এই বলরুমে প্রায় ৬৫০ জন অতিথি বসতে পারবেন। নির্মাণকাজ চলাকালীন গোটা এলাকা জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নজরে রাখবে মার্কিন সিক্রেট সার্ভিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:০০
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

অভিজাত অতিথিদের জন্য হোয়াইট হাউসে তৈরি হতে চলেছে ঝাঁ-চকচকে বলরুম। খরচ হবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৭,৫৯৫,৯৪৩,৬০০ টাকা! সোমবার এ কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই হোয়াইট হাউসের একাংশ ভেঙে ওই বলরুমের নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বহু দিন ধরেই রাষ্ট্রীয় সফর এবং সমাবেশ আয়োজনের জন্য একটি বিশাল বলরুম বানানোর কথা ভাবছিলেন ট্রাম্প। অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে! সোমবার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে হোয়াইট হাউসে একটি নতুন, বড় এবং সুদৃশ্য বলরুম তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মূল হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ আলাদা ভাবে এটি তৈরি করা হচ্ছে। পাশাপাশি, হোয়াইট হাউসের পূর্ব শাখাটির সম্পূর্ণরূপে আধুনিকীকরণও করা হচ্ছে। কাজ শেষ হলে আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠবে হোয়াইট হাউস!’’

ট্রাম্পের দাবি, গত ১৫০ বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের স্বপ্ন ছিল হোয়াইট হাউসে একটি বলরুম বানানোর, যাতে সরকারি অনুষ্ঠান, নৈশভোজ, বড়সড় আনুষ্ঠানিক সমাবেশের আয়োজন কিংবা রাষ্ট্রীয় সফরে আমেরিকায় আসা অতিথিদের থাকার ব্যবস্থা করা যায়। ট্রাম্প বলেন, ‘‘আমেরিকান করদাতাদের কোনও খরচ ছাড়াই অবশেষে এই প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এই কাজ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি!’’ এ ছাড়া, চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসের পাশে দু’টি ৮৮ ফুট লম্বা আমেরিকান পতাকাও স্থাপনের করিয়েছেন ট্রাম্প, যার প্রতিটির দাম ছিল প্রায় ৫০,০০০ ডলার।

উল্লেখ্য, গত জুলাই মাসে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটও ইঙ্গিত দিয়েছিলেন, আগামী সেপ্টেম্বর মাসেই নতুন বলরুম নির্মাণের কাজ শুরু হতে পারে। খরচ হতে পারে আনুমানিক ১,৫০০ কোটি টাকা। নির্মাণকাজ চলাকালীন গোটা এলাকা জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নজরে রাখবে মার্কিন সিক্রেট সার্ভিস। ৯০,০০০ বর্গফুট এলাকা জুড়ে গড়া এই বলরুমে প্রায় ৬৫০ জন অতিথি বসতে পারবেন। হোয়াইট হাউসের প্রাচীন ও ঐতিহ্যবাহী নকশার সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়া হবে এই বলরুম।

Advertisement
আরও পড়ুন