India-US Trade Deal

ভারতের সঙ্গে শীঘ্রই চূড়ান্ত হতে পারে বাণিজ্যচুক্তি, ইঙ্গিত ট্রাম্পের, আবার আলোচনা ওয়াশিংটনে

গত ৯ জুলাই ৯০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরে ট্রাম্প অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর করার সময় তিন সপ্তাহ পিছিয়ে ১ অগস্ট করেছেন। এর ফলে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে ভারতের সামনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২৩:০৮
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির খসড়া নিয়ে দ্রুত ঐকমত্যে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘‘আমাদের ঘোষণা করার জন্য বেশ কিছু ভাল চুক্তি হতে চলেছে।’’

Advertisement

গত ৯ জুলাই ৯০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরে ট্রাম্প অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর করার সময় তিন সপ্তাহ পিছিয়ে ১ অগস্ট করেছেন। এর ফলে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে ভারতের সামনে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বুধবার বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিদল আলোচনা চূড়ান্ত করার লক্ষ্যে আমেরিকা পৌঁছেছে।

বাড়তি হারে শুল্ক ধার্য করার কথা জানিয়ে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া, কানাডা, মায়ানমার, বাংলাদেশ-সহ ১৪টি দেশকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তবে সেই তালিকায় নেই ভারত। অন্য দিকে, ইতিমধ্যেই চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করে ফেলেছে ওয়াশিংটন। উপদেষ্টা সংস্থা নীতি আয়োগের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে অন্য অনেক দেশের তুলনায় রফতানিতে বেশি সুবিধা পেতে পারে ভারত। তাদের বক্তব্য, চিন (৩০ শতাংশ), কানাডা (৩৫ শতাংশ) এবং মেক্সিকোর (২৫ শতাংশ) পণ্যের উপরে যথেষ্ট চড়া আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা। এরা আমেরিকার অন্যতম বৃহৎ বাণিজ্য সহযোগী। ভারত যদি শুল্ক ২০ শতাংশের নীচে রাখতে পারে, তা হলে তারা অনেকটা এগিয়ে থাকবে। মোট ৩০ শ্রেণির পণ্যের মধ্যে ২২টির ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবে দিল্লি।

যদিও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে মতবিরোধ চুক্তির রূপরেখা চূড়ান্ত করার পথে ‘বাধা’ বলে মনে করা হচ্ছে। ট্রাম্প সরকারের দাবি মেনে দুগ্ধজাত পণ্য (ডেয়ারি) এবং কৃষিজাত পণ্যের জন্য ভারতের বাজার পুরোপুরি উন্মুক্ত করার ক্ষেত্রেও মতপার্থক্য রয়েছে নয়াদিল্লি-ওয়াশিংটনের। তা ছাড়া, ব্রিকস গোষ্ঠীর দেশগুলির উপরে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। ভারত যার অন্যতম সদস্য।

Advertisement
আরও পড়ুন