Donald Trump on Autopen

বাইডেনের আমলে স্বয়ংক্রিয় কলমে স্বাক্ষরিত সমস্ত নির্দেশ বাতিল করে দিলেন ট্রাম্প! ৯২ শতাংশ নথিতেই বেআইনি সই?

ট্রাম্পের দাবি, বাইডেন প্রশাসনে থাকাকালীন যে আধিকারিকেরা অটোপেন ব্যবহার করেছেন, তাঁরা আইন মানেননি। অটোপেনের প্রক্রিয়ায় বাইডেন জড়িত ছিলেন না। তাঁর অজ্ঞাতেই অনেক নথিতে স্বাক্ষর করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১০:৪৪
পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের ৯২ শতাংশ নির্দেশ এবং নথি বাতিল ঘোষণা করলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বাইডেনের আমলে যত নথি স্বয়ংক্রিয় কলমের (অটোপেন) মাধ্যমে স্বাক্ষর করা হয়েছিল, সেগুলি বাতিল করা হচ্ছে। এখন থেকে আর সেই সমস্ত নির্দেশিকা বা নথির কোনও গুরুত্ব থাকবে না। অভিযোগ, বাইডেনের আমলে অটোপেনের নিয়ম ঠিকমতো মানা হয়নি।

Advertisement

ট্রাম্প শুক্রবার (স্থানীয় সময়) সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বাইডেন অটোপেন দিয়ে যে সমস্ত নথি স্বাক্ষর করেছেন, তা বাতিল করা হচ্ছে। তা আর কার্যকর হবে না। মোট স্বাক্ষরিত নথির ৯২ শতাংশেই অটোপেন ব্যবহার করা হয়েছিল। প্রেসিডেন্টের অনুমোদন না থাকলে অটোপেন ব্যবহার করা যায় না।’’ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন বাইডেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এই চার বছরে তিনি যত নির্দেশে সরাসরি স্বাক্ষর করেননি, তা বাতিল বলে ধরে নেওয়া হবে।

ট্রাম্পের দাবি, বাইডেন প্রশাসনে থাকাকালীন যে আধিকারিকেরা এই অটোপেন ব্যবহার করেছেন, তাঁরা আইন মানেননি। অটোপেনে স্বাক্ষরের প্রক্রিয়ায় বাইডেন জড়িত ছিলেন না। তাঁর অজ্ঞাতেই অনেক নথিতে স্বাক্ষর করা হয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘যদি বাইডেন বলতে চান তিনি অটোপেন স্বাক্ষর প্রক্রিয়ায় জড়িত ছিলেন, তবে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

উল্লেখ্য, শুক্রবার ট্রাম্প ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্য আমেরিকায় অভিবাসনের দরজা বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পোস্টেও বাইডেনের অটোপেনের প্রসঙ্গ টেনেছিলেন তিনি। কিন্তু কী এই অটোপেন? কেন বার বার তা নিয়ে সুর চড়াচ্ছেন ট্রাম্প?

বস্তুত, অটোপেন হল একটি স্বয়ংক্রিয় স্বাক্ষরকারী যন্ত্র যা বহু বছর ধরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের দফতরে ব্যবহার করা হয়ে আসছে। এই রোবটিক যন্ত্র প্রেসিডেন্টের স্বাক্ষর নকল করে। আসল পেনের কালিই এতে ব্যবহৃত হয়। অনেক সময় মার্কিন প্রেসিডেন্টকে গুচ্ছ গুচ্ছ নথি স্বাক্ষর করতে হয়। একসঙ্গে এত নথিতে স্বাক্ষর করা এক জনের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই যন্ত্রের সাহায্যে কাজ সহজ করার জন্য অটোপেনের চল রয়েছে হোয়াইট হাউসে। বাইডেনের সেই অটোপেনের স্বাক্ষরগুলিকে এ বার বাতিল করলেন ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্প চাইলে অটোপেনে স্বাক্ষরিত বাইডেনের সব নির্বাহী আদেশ বা এগ্‌‌জিকিউটিভ অর্ডার বাতিল করতে পারেন। তবে কংগ্রেসে পাশ হওয়া কোনও বিল (আইন) তিনি বাতিল করতে পারেন না, সেটি অটোপেনে স্বাক্ষরিত হোক বা হাতে। একই সঙ্গে, ক্ষমামঞ্জুরি (পার্ডন) তিনি বাতিল করতে পারবেন না, কারণ, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দেওয়া ক্ষমামঞ্জুরি স্থায়ী।

Advertisement
আরও পড়ুন