Russia-Ukraine War

শুক্রবারের বৈঠকের পরেও যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন পুতিন, তা হলে উপযুক্ত ব্যবস্থা নেব: ট্রাম্প

শুক্রবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই তাঁর বৈঠকের বিষয় রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি। তবে ১৫ অগস্টের বৈঠকের পরে সমাধান সূত্র কতটা বার হবে তা নিয়ে সন্দেহ থাকছেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০২:৪১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই ট্রাম্পের বৈঠকের বিষয় রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি। তবে ১৫ অগস্টের বৈঠকের পরে সমাধান সূত্র কতটা বার হবে তা নিয়ে সন্দেহ থাকছেই। এই পরিস্থিতিতে ট্রাম্প আগে থেকেই ইঙ্গিতে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্টকে।

Advertisement

বুধবার বৈঠকের পর ট্রাম্প জানান, জ়েলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে খুব ভাল বৈঠক হয়েছে। এ দিনের এই বৈঠককে দশে দশ দিচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানান, পুতিনের সঙ্গে দেখা করার পরে তিনি জ়েলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের ফোন করবেন। এর পরেই ট্রাম্পের হুঁশিযারি, “শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের পরেও, রাশিয়া যদি পুনরায় ইউক্রেনে হামলা চালায় বা হামলা চালানোর পরিকল্পনা করে, তা হলে আমেরিকা উপযুক্ত পদক্ষেপ করবে।”

অন‍্য দিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, “ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প পরিষ্কার করে জানান, তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর। আগামী শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে মূলত রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়েই আলোচনা হবে।”

বুধবার, ইউরোপীয় নেতা এবং ট্রাম্পের উদ্দেশে জ়েলেনস্কি বলেন, “শুক্রবারের বৈঠকের আগে পুতিন সকলকে ধাঁধায় রাখতে চাইছেন।” তাঁর সংযোজন, “পুতিন সকলের উপরে চাপ সৃষ্টি করে বোঝাতে চাইছেন ইউক্রেনের উপর রাশিয়া ক্ষমতা বিস্তার করতে সক্ষম।” বুধবার জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের পরেই রাশিয়ার উদ্দেশে ট্রাম্পের ‘হুমকি’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisement
আরও পড়ুন