Donald Trump

ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘একনায়ক’ বললেন ট্রাম্প! না সরে দাঁড়ালে কোথাও ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি

সমাজমাধ্যমে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিশানা করে লেখেন, “তিনি নির্বাচন করাতে চাননি। নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা একনায়ক হলেন জেলেনস্কি।”

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪২
(বাঁ দিকে) ভলোদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ভলোদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারির সুরে আমেরিকার প্রেসিডেন্টের সংযোজন, জেলেনস্কি সরে না-দাঁড়ালে তাঁর কোনও দেশে ঠাঁই হবে না! বুধবার সৌদি আরবে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা-রাশিয়ার বৈঠকের পর ট্রাম্পকে নিশানা করে জেলেনস্কি বলেছিলেন, ‘‘উনি এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করেন।’’ তার পরেই জেলেনস্কিকে পাল্টা তোপ দাগলেন ট্রাম্প।

Advertisement

বুধবার সমাজমাধ্যমে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে নিশানা করে লেখেন, “তিনি নির্বাচন করাতে চাননি। তিনি একটা কাজেই ভাল ছিলেন। সেটা হচ্ছে (জো) বাইডেনকে বেহালার মতো বাজিয়ে যাওয়া। নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা একনায়ক হলেন জেলেনস্কি। তাঁর সরে যাওয়া ভাল। না হলে তাঁর যাওয়ার মতো কোনও দেশ থাকবে না।”

প্রসঙ্গত, ২০১৯ সালে ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন জেলেনস্কি। ২০২৪ সালেই তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলার জন্য সে দেশে সামরিক আইন কার্যকর করা হয়েছে। এই আইন কার্যকর থাকার ফলে ইউক্রেনে এখনই নির্বাচন করানো সম্ভব নয়। তাই প্রেসিডেন্ট হিসাবে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন জেলেনস্কিই। ইউক্রেনের একটি সমীক্ষক সংস্থার সমীক্ষা অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমেছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর তাঁর জনপ্রিয়তা কখনও ৫০ শতাংশের কম হয়নি।

Advertisement
আরও পড়ুন