Earthquake

ফের ভূমিকম্প রাশিয়ায়, আবারও জারি হল সুনামির সতর্কতা

ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর আবারও সুনামির সতর্কতা জারি করেছে। জানানো হয়েছে, সুনামি হলে প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫
কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে।

কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। —প্রতীকী চিত্র।

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৮। বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা (ভারতীয় স্থানীয় সময়)।

Advertisement

কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর আবারও সুনামির সতর্কতা জারি করেছে। জানানো হয়েছে, সুনামি হলে প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি, আহত বা মৃতের কোনও খবর নেই।

প্রশান্ত মহাসাগরের প্লেট ও আমেরিকান প্লেটের মিলনস্থলে অবস্থিত রাশিয়ার এই এলাকা ভূমিকম্পপ্রবণ। এখানে রয়েছে আগ্নেয়গিরিও। গত ১৩ সেপ্টেম্বরেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.১ হলেও আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছিল তীব্রতা ৭.৪। সে বারও জারি হয়েছিল সুনামির সতর্কতা। এ দিনের মতোই ভূকম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

Advertisement
আরও পড়ুন