Bangladesh Fire

বাংলাদেশের ঢাকায় পোশাকের কারখানা এবং রাসায়নিকের গুদামে আগুন, মৃত অন্তত ১৬! আটকে রয়েছেন অনেকেই?

পোশাক কারখানা ভবনের এবং রাসায়নিকের গুদামের ভিতরে যাঁরা ছিলেন, তাঁদের খুঁজতে পরিজনদের ভিড় জমেছে মিরপুরে। ফলে উদ্ধারের কাজে সমস্যা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২১:২৭
মিরপুরে চলছে উদ্ধারের কাজ।

মিরপুরে চলছে উদ্ধারের কাজ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েক জন আটকে রয়েছেন বলে মনে করছেন দমকলকর্মীরা। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

ঢাকা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে মিরপুরের শিয়ালবাড়িতে চারতলা একটি পোশাক কারখানা এবং এর লাগোয়া একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সেখান থেকে রাত পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধারের কথা জানিয়েছে ঢাকা ফায়ার সার্ভিস। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অগ্নিদগ্ধ কারখানা ও গুদামের অন্দরে কয়েক জন আটকে রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি! ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পোশাক কারখানা ভবনের এবং রাসায়নিকের গুদামের ভিতরে যাঁরা ছিলেন, তাঁদের খুঁজতে পরিজনদের ভিড় জমেছে মিরপুরে। ফলে উদ্ধারের কাজে সমস্যা হচ্ছে। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘‘তল্লাশি অভিযান এখনো চলছে। পাশের যে রাসায়নিকের গুদাম রয়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে। নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’’ রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার-অক্সাইড ছিল প্রাথমিক ভাবে জানা গিয়েছে বলে তাঁর দাবি।

Advertisement
আরও পড়ুন