Israel Gaza Controversy

মাঝসমুদ্রে গ্রেটা থুনবার্গদের জাহাজ আটকে দিল ইজ়রায়েল, গাজ়ায় ত্রাণ পৌঁছে দিতে বাধা!

অভিযোগ, আন্তর্জাতিক জলে বেআইনি ভাবে ত্রাণবাহী জাহাজগুলিকে আটকানো হয়েছে। জাহাজে ছিলেন সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। ইজ়রায়েলের বিদেশ মন্ত্রকও জাহাজ আটকানোর কথা স্বীকার করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৯:৪১
ত্রাণবাহী জাহাজে গাজ়ার পথে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ।

ত্রাণবাহী জাহাজে গাজ়ার পথে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: রয়টার্স।

গাজ়ায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ফের বাধা পেলেন সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যেরা। মাঝ সমুদ্রে আটকে দেওয়া হল তাঁদের ত্রাণবাহী জাহাজ। গ্রেটারা অবশ্য নিরাপদেই রয়েছেন। তবে তাঁদের আর এগোতে দেওয়া হচ্ছে না। অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় বেআইনি ভাবে ত্রাণবাহী জাহাজগুলিকে আটকানো হয়েছে। ইজ়রায়েলের বিদেশ মন্ত্রকও জাহাজ আটকানোর কথা স্বীকার করেছে।

Advertisement
ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার পর সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ।

ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার পর সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: রয়টার্স।

গত মাসে স্পেন থেকে ত্রাণ নিয়ে গাজ়ার উদ্দেশে রওনা দিয়েছিল গ্রেটাদের জাহাজ। মোট ৪৫টি জাহাজে করে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, গাজ়ায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। সেই কারণেই সেখানকার মানুষের সুবিধার্থে খাবার এবং ওষুধ নিয়ে গ্রেটা-সহ অনেক সমাজকর্মী রওনা হয়েছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই তাঁরা বাধা পেলেন। গ্রেটাদের তরফে সম্মিলিত ভাবে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গাজ়ার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ আমাদের গ্লোবাল সামাড ফ্লোটিলার অনেক জাহাজকে বেআইনি ভাবে আটকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় বেআইনি ভাবে এই কাজ করেছে ইজ়রায়েল। আলমা, সিরিয়াস, আদারার মতো জাহাজকেও আটকানো হয়েছে। জাহাজগুলির একে অপরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন।’’

ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক সমাজমাধ্যমে লিখেছে, ‘‘ফ্লোটিলার অনেক জাহাজ নিরাপদে আটকানো হয়েছে এবং তার যাত্রীদের ইজ়রায়েলি কোনও বন্দরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেটা এবং তাঁর বন্ধুরা সুস্থ, সুরক্ষিত রয়েছেন।’’ উল্লেখ্য, এর আগে ইজ়রায়েলের বাহিনীর তরফে এই জাহাজগুলিকে থামার নির্দেশ দেওয়া হয়েছিল। স্পেন, ইটালিও ইজ়রায়েল-ঘোষিত জলসীমায় গ্রেটাদের প্রবেশ না-করার অনুরোধ করেছিল।

স্পেন থেকে গাজ়ার উদ্দেশে রওনা দিয়ে মাঝেও বাধা পায় ফ্লোটিলা। টিউনিশিয়ায় তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে অভিযোগ। দিন দশেক সেখানেই গ্রেটারা আটকে ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর আবার গাজ়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। বুধবার জাহাজ আটকানোয় ইজ়রায়েলের ঘটনার নিন্দা করেছেন অনেকেই। তুরস্কের বিদেশমন্ত্রী এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন। তবে এই প্রথম নয়। জুন-জুলাই মাসেও জলপথে গাজ়ায় ত্রাণ পৌঁছে দিতে আসা একাধিক জাহাজ ইজ়রায়েলের বাহিনী আটকেছে। বুধবার যে জাহাজগুলিকে আটকানো হয়েছে, তাতে গ্রেটা ছাড়াও ছিলেন নেলসন ম্যান্ডেলার পৌত্র মান্ডলা ম্যান্ডেলা এবং ফরাসি-প্যালেস্টাইনি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

Advertisement
আরও পড়ুন