Imran Khan

দেশজোড়া প্রতিবাদ আন্দোলনের জন্য প্রস্তুত হন! শাহবাজ় সরকারের বিরুদ্ধে জেল থেকে বার্তা ইমরান খানের

একাধিক মামলায় অভিযুক্ত ইমরান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি। প্রায়ই সমাজমাধ্যমে নানা বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তবে তাঁর হয়ে কে বা কারা ওই পোস্ট করেন, তা কখনও প্রকাশ্যে আনেনি ইমরানের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৬:৫৬
ইমরান খান।

ইমরান খান। —ফাইল চিত্র।

শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে দেশজোড়া আন্দোলনে নামার ডাক দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। সমাজমাধ্যমে একটি পোস্ট করে দেশজো়ড়া আন্দোলনে নামার জন্য কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

একাধিক মামলায় অভিযুক্ত ইমরান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি। প্রায়ই সমাজমাধ্যমে নানা বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তবে তাঁর হয়ে কে বা কারা ওই পোস্ট করেন, তা কখনও প্রকাশ্যে আনেনি ইমরানের দল।

কী কারণে প্রতিবাদ কর্মসূচির ডাক দিচ্ছেন, তা স্পষ্ট করেননি ইমরান। তবে অভিযোগ করেছেন যে, জেলের ভিতর ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত তিনি। সমাজমাধ্যমে তাঁর নামাঙ্কিত অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, “জেলের নিয়ম অনুযায়ী, সপ্তাহে এক দিন ৩০ মিনিটের জন্য স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম। কিন্তু গত কয়েক দিন ধরে তার অনুমতি দেওয়া হচ্ছে না।” তাঁকে শায়েস্তা করতে তাঁর স্ত্রীকেও বিনা অপরাধে ১৩ মাস ধরে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান।

শাহবাজ় সরকারের বিরুদ্ধে তোপ দেগে ইমরানের নামাঙ্কিত অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ওরা যা চায়, তাই করতে পারে। কিন্তু আমি মাথা নত করব না। কোনও বোঝাপড়াতেও যাব না।” তার পরেই ওই পোস্টে লেখা হয়, “আপনারা সকলে প্রস্তুত থাকুন। দেশ জুড়ে একটি প্রতিবাদ কর্মসূচি শীঘ্রই শুরু করা হবে।”

Advertisement
আরও পড়ুন