Bangladesh Army Chief

‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত’, বিএনপির সুরেই এ বার মন্তব্য বাংলাদেশের সেনাপ্রধানের

নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক তৎপরতার সাংবিধানিক বৈধতা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২৩:৩৫
বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ়-জ়ামান।

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ়-জ়ামান। —ফাইল চিত্র।

সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে এ বার প্রাক্তন শাসকদল বিএনপির দাবির সুর শোনা গেল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ়-জ়ামানের গলায়। বুধবার তিনি বলেন, ‘‘আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত।’’

Advertisement

শুধু তাই নয়, নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক তৎপরতার সাংবিধানিক বৈধতা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার। তিনি বলেন, ‘‘দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।’’ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সরাসরি জাতীয় সংসদের ভোট পিছনোর চক্রান্তের অভিযোগ তুলেছিলেন ইউনূস সরকারের বিরুদ্ধে। তার পরে সেনাপ্রধানের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

এরই পাশাপাশি আমেরিকার প্রস্তাব মেনে বাংলাদেশের মাটি ব্যবহার করে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে ‘মানবিক করিডর’ স্থাপনেও প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার। বুধবার ঢাকা সেনানিবাসে শীর্ষস্থানীয় কমান্ডারদের সঙ্গে বৈঠকের পরে সেনা প্রাঙ্গণে তিনি বলেন, ‘‘রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার, তা জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে করতে হবে।’’

Advertisement
আরও পড়ুন