Germany-China Conflict

লোহিত সাগরে সংঘাত ইউরোপীয় ইউনিয়ন-চিনের! জার্মান বিমানে লেজ়ার হামলার অভিযোগ

জার্মানি জানিয়েছে, লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষার উদ্দেশ্যে মোতায়েন ইউরোপীয় ইউনিয়ন বাহিনীর ‘অ্যাসপিডস মিশন’-এর অংশ ছিল লেজ়ার হামলার শিকার বিমানটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ২৩:১৫

প্রতিনিধিত্বমূলক ছবি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরে এ বার লোহিত সাগরে আগ্রাসী রূপ চিনের! বেজিঙের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) মঙ্গলবার জার্মানির একটি বিমানকে লেজ়ার অস্ত্রে নিশানা করেছে বলে বার্লিনের অভিযোগ।

Advertisement

জার্মানির বিদেশ দফতর জানিয়েছে, লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষার জন্য মোতায়েন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাহিনীর ‘অ্যাসপিডস মিশন’-এর অংশ ছিল ওই বিমানটি। চিনা ফৌজের লেজ়ার হানায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বার্লিনে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।

ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী হুথি গত এক বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক জাহাজগুলির উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে জাহাজগুলির নিরাপত্তার জন্য ইইউ যৌথবাহিনী লোহিত সাগরে মোতায়েন হয়েছে। ঘটনাচক্রে, একই যুক্তিতে নৌসেনা মোতায়েন করেছে চিনও। জার্মানির প্রতিরক্ষা দফতর জানিয়েছে লেজ়ার হামলার মুখে পড়ার পরে তাদের বিমানটি আফ্রিকার জিবুতির ঘাঁটিতে ফিরে যায়।

Advertisement
আরও পড়ুন