Israel-Hamas Conflict

অবশেষে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের পথ পেল গাজ়া, রবিবার থেকে রাফা ক্রসিং খুলে দিতে চলেছে ইজ়রায়েল

২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর বেশ কিছু দিন রাফা সীমান্ত বন্ধ রেখেছিল মিশর। পরবর্তী ধাপে ইজ়রায়েল সেনা রাফা ক্রসিং দিয়ে যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১০:২৩
রাফা ক্রসিং।

রাফা ক্রসিং। —ফাইল চিত্র।

শেষ পর্যন্ত আন্তর্জাতিক অনুরোধ মেনে প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ার সঙ্গে পড়শি মিশরের যোগাযোগের একমাত্র পথ ‘রাফা ক্রসিং’ আংশিক ভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইজ়রায়েল সরকার। রবিবার থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।

Advertisement

২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর বেশ কিছু দিন রাফা সীমান্ত বন্ধ রেখেছিল মিশর। মিশর প্রশাসনের আশঙ্কা ছিল যে, সীমান্তের দরজা খুলে দেওয়া হলে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা ইজ়রায়েলি হানা থেকে রক্ষা পেতে তাদের দেশে এসে আশ্রয় নেবেন। পরে যদিও গাজ়ায় ত্রাণ পাঠানোর জন্য নিয়ন্ত্রিত ভাবে সীমান্তের দরজা খুলেছিল মিশর। পরবর্তী পর্যায়ে অসামরিক গাজ়াবাসীর যাতায়াতের জন্যও সীমিত ভাবে রাফা সীমান্ত খোলার কথা ঘোষণা করেছিল নীলনদের দেশ। কিন্তু ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার দক্ষিণ গাজ়ার রাফা ক্রসিং দিয়ে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

গত মাসে আমেরিকার মধ্যস্থতার সংঘর্ষবিরতি সংক্রান্ত আলোচনার সময় তেল আভিভ জানিয়েছিল, হামাসের হাতে আটক শেষ ইজ়রায়েলি পণবন্দি রান গভিলির দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত রাফা ক্রংসিং খোলা হবে না। ২৪ বছর বয়সী ওই ব্যক্তি ইজ়রায়েলি পুলিশ বাহিনীর একজন সার্জেন্ট ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর রাতে হামলাকারী প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস তাঁকে অপহরণ করেছিল বলে। গত বৃহস্পতিবার দক্ষিণ গাজ়ায় ধ্বংসস্তূপের তলা থেকে রানের দেহ উদ্ধার করে ইজ়রায়েলি সেনা। হামাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইজ়রায়েলি সেনার হামলাতেই শেষ পণবন্দির দেহ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল। দেহ উদ্ধারে ইজ়রায়েলকে আমরা তথ্য দিয়ে সহায়তা করেছি।’’ নেতানিয়াহু সরকার সেই দাবির কোনও প্রতিক্রিয়া না দিলেও ঘটনাচক্রে দেহ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যেই এল রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা।

Advertisement
আরও পড়ুন