Israel-Hamas Conflict

৪৮ ঘণ্টায় প্রাণ গেল ৯০ জনের, ‘হামাসকে উৎখাত না করা পর্যন্ত যুদ্ধ চলবে’! জানিয়ে দিলেন নেতানিয়াহু

গাজ়ায় হামলার তীব্রতা ক্রমশ বৃদ্ধি করছে ইজ়রায়েল। শনিবার গাজ়ার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইজ়রায়েলি হামলায় ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছে মহিলা এবং শিশুও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১১:১৮
Israeli Prime Minister Benjamin Netanyahu said he had instructed the military to intensify pressure on Hamas

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।

গাজ়ায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে এখনই যুদ্ধ থামানো হবে না! ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণে উঠে এল এমনই হুঁশিয়ারি। শুধু তা-ই নয়, তিনি আরও জানান, হামাসকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত গাজ়ায় যুদ্ধ চালিয়ে যাবে ইজ়রায়েল! পাশাপাশি, পণবন্দিদের মুক্তি দিতে রাজি থেকেও হামাস যে শর্ত চাপিয়েছে, তাকে ‘আত্মসমর্পণ’ বলে মনে করছেন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট কথা, ‘‘আমি খুনিদের কাছে আত্মসমর্পণ করব না। যদি আমরা তাদের দাবির কাছে মাথানত করি তবে, আমাদের অর্জিত সব কৃতিত্ব হারিয়ে যাবে।’’

Advertisement

গাজ়ায় হামলার তীব্রতা ক্রমশ বৃদ্ধি করছে ইজ়রায়েল। শনিবার গাজ়ার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইজ়রায়েলি হামলায় ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছে মহিলা এবং শিশুও। আশ্রয়শিবিরে থাকা মানুষও প্রাণ হারিয়েছেন ইজ়রায়েলি হামলায়। খান ইউনিস, রাফার মতো শহরগুলির ছবি প্রায় একই। স্বজনহারা কান্নায় তপ্ত সেখানকার বাতাস। বাড়িঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনিতেই গাজ়ায় মানবিক সাহায্য পৌঁছোনোর পথ বন্ধ করে রেখেছে ইজ়রায়েল। ফলে সাধারণ মানুষের বাঁচার ন্যূনতম রশদও পেতে হিমশিম খেতে হচ্ছে। তার মধ্যে অনেকে আবার একের পর এক গোলাবর্ষণে প্রাণ বাঁচাতে পালাচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

ইজ়রায়েলি হামলা কিন্তু এখনই বন্ধ করার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দেন নেতানিয়াহু। শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বার বার হামসাকে ‘খুনি’ বলে সম্বোধন করেছেন। নেতানিয়াহুর কথায়, ‘‘হামাস আরও এক বার পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাস মনে করছে, প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও তাদের দাবি মানা হবে। তা কখনই হবে না। এই ধরনের আত্মসমর্পণ দেশ এবং দেশবাসীকে বিপদের মধ্যে ফেলে দেবে।’’ নেতানিয়াহুর মতে, ‘‘গাজ়ায় হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়া হলে, তা ইজ়রায়েলের কাছে বড় পরাজয় এবং ইরানের বড় জয়।’’ হামাসকে বার্তা দেওয়ার পাশাপাশি ইরানকেও পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজ়ায় হানা দিয়েছিল ইজ়রায়েলি সেনা। প্রথমে বন্দুকের নলের সামনে রেখে উত্তর গাজ়া ফাঁকা করানো হয়। এর পরে স্থল অভিযানে গাজ়ায় আক্রমণের পরিসর বাড়িয়েছে। মধ্য গাজ়াও একের পর এক আক্রমণে তছনছ হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত কয়েক দিনে ইজ়রায়েল সেনা ক্রমাগত গাজ়ার বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে। কখনও আকাশপথে, কখনও আবার স্থলপথে।

গত সপ্তাহে গাজ়ায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব দেয় ইজ়রায়েল। ওই প্রস্তাব অনুযায়ী, হামাস যদি ১০ পণবন্দি ইজ়রায়েলিকে মুক্তি দেয়, তবে বিনিময়ে কয়েকশো প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেবে তেল আভিভ। পাশাপাশি, আগামী ৪৫ দিনের জন্য গাজ়ায় হামলা বন্ধ করা হবে। পরে হামাস জানায়, তারা ইজ়রায়েলের প্রস্তাব মানতে রাজি। তবে পাল্টা শর্তও চাপায় ইজ়রায়েলের উপর। হামাসের দাবি, বিনিময়ে গাজ়া থেকে পাকাপাকি ভাবে ইজ়রায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। প্যালেস্টাইনি বন্দিদের ফেরাতে হবে। গাজ়া শহর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিতে হবে ইজ়রায়েলকে। পাশাপাশি, কোনও সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ী ভাবে ইজ়রায়েলি হামলা বন্ধ হোক, চায় হামাস। কিন্তু শনিবার নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা এখনই যুদ্ধ থামাতে রাজি নন!

Advertisement
আরও পড়ুন