ইজ়রায়েলে নতুন করে আক্রমণ শুরু করেছে ইরান। ছবি: রয়টার্স।
সোমবার সমাজমাধ্যেমর এক পোস্টে বাসিন্দাদের ইরানের রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ভোরে ইরানের হামলায় ইজ়রায়েলের বাজ়ান গ্রুপ তেল কোম্পানির তিন কর্মী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ইজ়রায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্রগুলিকে চিহ্নিত করতে পেরেছে।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজ়রায়েলে নতুন করে আক্রমণ শুরু করেছে ইরান। জানা গিয়েছে, হাইফা এবং তেল আভিভ এলাকা লক্ষ্য করে পর পর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান।
ইরান জানিয়েছে, ইজ়রায়েলের বিরুদ্ধে নবম আক্রমণ শুরু হয়েছে এবং সেটা ভোর পর্যন্ত চলবে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠক ব্যাহত করার জন্য ইরানে আক্রমণ করছেন। ইরানের অভিযোগ, তেহরানে হামলা চালিয়ে নেতানিয়াহু আমেরিকা-ইরানের পরমাণু বৈঠক ভেস্তে দিয়েছেন।
আরাঘচি বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধে আগ্রহী হন, তা হলে পরবর্তী পদক্ষেপগুলি কার্যকর হবে।” তিনি আরও বলেন, “নেতানিয়াহুর মতো কাউকে মুখ বন্ধ করতে ওয়াশিংটন থেকে শুধু মাত্র একটি ফোনের প্রয়োজন।”
ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুের অনুমান, ইরানের উপর হামলার ফলে তাঁদের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গিয়েছে।
ইরানের সঙ্গে সংঘাতে ইজ়রায়েলের জয়ের ব্যাপারে নেতানিয়াহু আশাবাদী। তিনি বলেন, “আমরা বিরাট হুমকির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা এটি নির্মূল করছি।”
নেতানিয়াহু আরও বলেন “ইজ়রায়েল আমেরিকার সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর প্রায় প্রতিদিনই যোগাযোগ রয়েছে।”
ইজ়রায়েলের সঙ্গে সংঘাতের আবহ প্রশমিত করতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কানাডায় জি৭ শীর্ষবৈঠকে যোগ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পরাজয় নিশ্চিত। প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প সোমবার বলেন, ‘‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই আরও দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’’
ইজ়রায়েলি সেনার ছোড়া বোমা এসে পড়ল ইরানের সরকারি চ্যানেলের স্টুডিয়োয়। তেহরানে ওই চ্যানেলের স্টুডিয়োয় তখন ‘লাইভ’ অনুষ্ঠান চলছিল। আচমকা হামলার কারণে অনুষ্ঠান ছেড়ে চলে যান সঞ্চালক।
যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরানের বিভিন্ন স্কুল ভবনকে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। তেহরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে দাবি, বোমা হামলার সময়ে আশ্রয়কেন্দ্র হিসাবে স্কুলগুলিকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রক।
ইজ়রায়েল জয়ের পথে এগোচ্ছে বলে দাবি সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি বলেন, “আমরা জয়ের পথে এগোচ্ছি। আমরা আমাদের দু’টি মূল লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে— পারমাণবিক হুমকি এবং ক্ষেপণাস্ত্র হুমকির বিনাশ করা।”
ইজ়রায়েলি হানায় ইরানের পশ্চিম প্রান্তে কেরমানশাহ শহরে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেইয়ের অভিযোগ, হাসপাতালে হামলা চালাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। যদিও ইজ়রায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের কোনও হাসপাতালে হামলার কথা তারা জানে না।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, উত্তর-পূর্ব তেহরানে একটি বাঙ্কারে সপরিবারে আশ্রয় নিয়েছেন খামেনেই। প্রশাসনের একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম। তারা এ-ও জানিয়েছে যে, পুত্র মোজতবা এবং পরিবারের অন্য সদস্যেরাও তাঁর সঙ্গে রয়েছেন ওই বাঙ্কারে।
ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে গত শুক্রবার সকালে হামলা চালিয়েছিল ইজ়রায়েল। তার পর থেকে ইরানের কোনও পরমাণুকেন্দ্রে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রসি এমনটাই জানালেন।
তেহরানের আকাশ এখন ইজ়রায়েলের হাতে! এমনটাই দাবি করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজ়রায়েলের তেল নফে বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে তিনি বলেন, “ইজ়রায়েলি বায়ুসেনা তেহরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমরা তাদের সরকারি বিভিন্ন নিশানায় আঘাত করছি। ইরানের মতো সাধারণ নাগরিকদের উপর হামলা করছি না।”
ইরান-ইজ়রায়েল সংঘাত শুরু হওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার ভারতীয় পড়ুয়ার পরিবারের মানুষজন। কারণ, এত সংখ্যক পড়ুয়া ইরানের নানা শহরে রয়েছেন। ইতিমধ্যেই ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি। প্রত্যুত্তরে ইরান জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমানে ভারতে যাওয়ার উপায় নেই। তবে স্থলবন্দর দিয়ে ইরান ছাড়তে পারবেন ভারতীয় পড়ুয়ারা। সে ক্ষেত্রে আজ়ারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্থান হয়ে স্থলপথে ভারতে ফিরতে পারবেন ওই পড়ুয়ারা।
ইজ়রায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার নতুন কৌশল বার করে ফেলল ইরান? তাদের রেভলিউশনারি গার্ড (আইআরজি) তেমনটাই দাবি করেছে। শুধু তা-ই নয়, আইআরজি-র দাবি, তাদের নতুন কৌশলে নাজেহাল হয়ে ইজ়রায়েলের প্রতিরক্ষা-অস্ত্রগুলি একে অপরকে নিশানা করতে শুরু করেছে। আইআরজি-কে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সোমবার ভোরে ইজ়রায়েলের দুই শহরে নতুন করে হামলা চালিয়েছে তেহরান। তেল আভিভ এবং উত্তর ইজ়রায়েলের বন্দর শহর হাইফায় ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। সেই হামলার পরেই আইআরজি নতুন কৌশলের কথা বলেছে।
সোমবার ভোরে ইজ়রায়েলের তেল আভিভ এবং বন্দর শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান। এই হানায় ইজ়রায়েলে ৮ জনের মৃত্যু হয়েছে। তার পরেই ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “তেহরানের বাসিন্দাদের খুব দ্রুতই এর মূল্য চোকাতে হবে।”
ইজ়রায়েলি হানার পরে ইরানের এক শহরের অবস্থা। ছবি: রয়টার্স।
ইজ়রায়েলি হানার পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে এক ব্যক্তিকে। সোমবার ইরানে। ছবি: রয়টার্স।
ইজ়রায়েল যদি তেহরানে পারমাণবিক হামলা চালায়, তবে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান! ইরান-ইজ়রায়েল উত্তেজনার আবহে এ বার হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন ইরান সরকারের এক শীর্ষ আধিকারিক।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য তথা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সিনিয়র জেনারেল মোহসেন রেজ়াই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে, যদি ইজ়রায়েল ইরানের উপর পারমাণবিক বোমা ফেলে, তা হলে তারাও পারমাণবিক অস্ত্র নিয়ে ইজ়রায়েলকে আক্রমণ করবে।’’ যদিও গত ১৩ জুন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে ইজ়রায়েল সরাসরি হামলা চালানোর পরেও কোনও পাকিস্তানি সরকারি শীর্ষ আধিকারিককে জনসমক্ষে এ ধরনের বিবৃতি দিতে দেখা যায়নি।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ় জানিয়েছে, ইজ়রায়েলের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার অপরাধে এক ব্যক্তিকে ফাঁসিকাঠে ঝুলিয়েছে ইরান।