Pak Helicopter Crash

হড়পা বানে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজের সময় এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল পাকিস্তানে, মৃত পাঁচ

বাজাউরে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে। বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। অনেকে নিখোঁজ। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৮:৫৭
হড়পা বানে বিধ্বস্ত এলাকা। ছবি: এএফপি।

হড়পা বানে বিধ্বস্ত এলাকা। ছবি: এএফপি।

হড়পা বানে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছিল পাক সেনার এমআই-১৭ হেলিকপ্টার। সেই উদ্ধারকাজ চালানোর সময় হেলিকপ্টারটি ভেঙে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, উত্তর পাকিস্তানে বন্যা এবং ধসকবলিত এলাকায় ত্রাণ বিলি এবং উদ্ধারকাজ চালাচ্ছিল হেলিকপ্টারটি। খারাপ আবহাওয়ার কারণে সেটি মোহমন্দ জেলার পান্ডিয়ালি এলাকার বাজাউরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। হেলিকপ্টারে মোট পাঁচ জন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’জন পাইলট ছিলেন।

বাজাউরে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে। বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। অনেকে নিখোঁজ। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। প্রাকৃতিক দুর্যোগের জেরে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছিল পাক সেনার হেলিকপ্টার। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি ভেঙে পড়েছে বলে সেনা সূত্রে খবর। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন