—প্রতিনিধিত্বমূলক ছবি।
প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বৃহস্পতিবার থেকেই অনলাইন অ্যাপের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু তা চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাতটি দেশে বসবাসকারীদের জন্য ‘নিবন্ধন কর্মসূচি’ স্থগিত রাখল বাংলাদেশ নির্বাচন কমিশন। সে দেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, ঠিকানা–সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত।
প্রকাশিত খবরে জানানো হয়েছে, সৌদি আরব, কাতার, বাহরিন, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি এবং মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি ভোটারেরা তাঁদের ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে আপাতত নাম নিবন্ধন করতে পারবেন না। তবে দ্রুত সমস্যার নিষ্পত্তি করে ওই সাত দেশের বাংলাদেশি ভোটারদের অনলাইন অ্যাপের মাধ্যমে তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে।
প্রসঙ্গত, গত অগস্টে বাংলাদেশের নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লা জানিয়েছিলেন, এই প্রথম বার বার জাতীয় সংসদের নির্বাচনে সমস্ত প্রবাসী বাংলাদেশি নাগরিককে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ দেওয়া হবে। পরবর্তী সময় জুলাই সনদ নিয়ে গণভোটের ক্ষেত্রেও একই নীতি অনুসরণের বার্তা দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রস্তাব মেনে আগামী ফেব্রুয়ারি মাসে একই দিনে জোড়া নির্বাচন হবে বাংলাদেশে।