IED blast in Chhattisgarh

কোণঠাসা মাওবাদী বাহিনীর মরিয়া প্রত্যাঘাত বস্তারে, আইইডি বিস্ফোরণে গুরুতর জখম মহিলা পুলিশকর্মী

ছত্তীসগঢ় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বস্তার ডিভিশনের সুকমা জেলার কেরলাপাল থানা এলাকার জঙ্গলে মাওবাদীদের পাতা আইইডি ফাঁদে জখম হন মুচাকি দুর্গা নামের ওই মহিলা কনস্টেবল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৬:৫৩
IED blast by Maoists in Chhattisgarh, woman constable injured

ছত্তীসগঢ়ে যৌথবাহিনী। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় আধাসেনা এবং ছত্তীসগঢ় পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা মাওবাদীরা এ বার প্রত্যাঘাত করল বস্তারের অবুঝমাঢ়ে। বৃহস্পতিবার তাঁদের আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) গুরুতর জখম হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বাহিনীর এক মহিলা কনস্টেবল।

Advertisement

ছত্তীসগঢ় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বস্তার ডিভিশনের সুকমা জেলার কেরলাপাল থানা এলাকার জঙ্গলে মাওবাদীদের পাতা আইইডি ফাঁদে পড়ে আহত হন মুচাকি দুর্গা নামের ওই মহিলা কনস্টেবল। সূত্রের খবর, তাঁর বাঁ-পা গুরুতর জখম হয়েছে। দ্রুত প্রাথমিক চিকিৎসার পরে কেন্দ্রীয় বাহিনীর হেলিকপ্টারে তাঁকে রাজধানী রায়পুরে নিয়ে যাওয়া হয়।

কেরলাপাল থানার পুলিশ এবং ডিআরজির যৌথবাহিনী গোগুন্ডা ক্যাম্পের অদূরে মাওবাদী গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযানে গিয়েছিল। সে সময়ই আইইডি বিস্ফোরণ ঘটে বলে পুলিশের দাবি। প্রসঙ্গত, ওই এলাকারই অদূরে গত ৯ জুন মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত হয়েছিলেন সুকমার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাও গিরেপুঞ্জে।

Advertisement
আরও পড়ুন