Israel-Hamas Conflict

গাজ়াতেও হামলা বন্ধ করুন এ বার! নেতানিয়াহুর কাছে দাবি ইজ়রায়েলের দুই বিরোধী দলের

ইজ়রায়েলি পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা ইয়েস আতিদ দলের প্রধান ইয়ের লাপিদ এবং আর এক বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ের গোলান গাজ়ায় হামলা বন্ধের দাবি তুলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৩৪
Opposition parties of Israel call for end to fighting in Gaza after announcement of Iran ceasefire

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে মঙ্গলবার ইরানের উপর হামলা বন্ধের কথা ঘোষণা করেছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। আর তার পরেই সে দেশের দুই বিরোধী দলের তরফে গাজ়ায় হামলা বন্ধের দাবি তোলা হয়েছে লিকুড পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের কাছে।

Advertisement

ইজ়রায়েলি পার্লামেন্ট নেসেটের বিরোধী দলনেতা ইয়ের লাপিদ এবং আর এক বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ের গোলান গাজ়ায় প্যালেস্টাইনি নাগরিকদের উপর অবিলম্বে হানাদারি বন্ধ করার দাবি তুলেছেন। মঙ্গলবার ইয়েস আতিদ দলের প্রধান লাপিদ বলেন, ‘‘আর কেন? এ বার গাজ়াতেও শেষ হোক। পণবন্দিদের ফিরিয়ে যুদ্ধ থামুক। ইজ়রায়েলের পুনর্গঠনে মন দেওয়া হোক।’’

অন্য দিকে, গোলান এক্স পোস্টে লিখেছেন, ‘‘এ বার অভিযান শেষ করার সময় এসেছে। সব পণবন্দিদের ফেরানো হোক। গাজ়ায় যুদ্ধ থামুক।’’ গত দেড় বছরের বেশি সময় ধরে গাজ়ায় ইজ়রায়েলি সেনার অভিযান চালকালীন বারে বারেই দেশের অন্দরে রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। তাঁর বিরুদ্ধে গোপনে বিরোধী নেতা-কর্মীদের উপর নজরদারি এবং নিপীড়নের অভিযোগও উঠেছে। ঘটনাচক্রে, মঙ্গলবার ভোরেও গাজ়ায় ইজ়রায়েলি সেনার গুলিতে অন্তত ৩৮ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন