Sunita Williams Return

‘কথা দিয়েছিলাম, রেখেছি’! সুনীতাদের পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প, খোঁচা দিলেন বাইডেনকেও

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর সুনীতা উইলিয়ামসদের বিষয়টি দেখার জন্য ইলন মাস্ককে অনুরোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার পর মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। সেই কথাই স্মরণ করালেন ট্রাম্প।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১০:০১
Promise made, promise kept, Donald Trump reaction after Sunita Williams and Butch Wilmor returns

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, সুনীতা উইলিয়ামস এবং জো বাইডেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কথা দিয়েছিলেন সুনীতা উইলিয়ামসদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন। সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীর বুকে নামার পর এমনই প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নভশ্চরকে পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি পূর্বসূরি জো বাইডেনকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি।

Advertisement

হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘‘মহাকাশে ন’মাস ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।’’ একই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়লেন না ট্রাম্প। সুনীতাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদাসীন ছিলেন বাইডেন, এমন অভিযোগও শোনা গিয়েছে ট্রাম্পের কণ্ঠে। তিনি বলেন, ‘‘বাইডেন ওঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওঁদের ফিরিয়ে আনতে হবে। সুনীতারা ফিরেছেন। ওঁদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।’’

বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতাদের নিয়ে মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। তার কিছু ক্ষণ পর ওই যানের মধ্যে থাকা ক্যাপসুল থেকে একে একে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা এবং বুচ। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরায় তাঁদের নিয়ে খুশি গোটা বিশ্ব। খুশি ট্রাম্পও। আমেরিকার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি যখন ক্ষমতায় (দ্বিতীয় বার আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর) আসি, তখনই আমি ইলনকে বলেছিলাম তাঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে হবে। কথা দিয়েছিলাম, রেখেছি।’’

গত বছর ৫ জুন সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। আট দিনের সফরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে সেখানেই আটকে পড়েন সুনীতারা। তার পর থেকে একাধিক বার তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। কিন্তু বার বার তা পিছিয়ে গিয়েছে। আট দিনের সফর দীর্ঘায়িত হয়েছে ন’মাসে। বুধবার ভোরে অতলান্তিক মহাসাগরের ফ্লরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। সেখান থেকেই তাঁদের নিয়ে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে থাকবেন দুই নভশ্চর।

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সুনীতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। তার পর মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। অবশেষে সুনীতাদের নিয়ে ফিরল ড্রাগন যান। সেই আবহেই নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করালেন ট্রাম্প।

Advertisement
আরও পড়ুন