Russia-Ukraine War

যুদ্ধের ১৩৫০তম দিনে বড় সাফল্য রাশিয়ার, ইউক্রেনের রাজধানী কিভের ‘লজিস্টিক হাব’ পোক্রোভস্ক দখল

যুদ্ধের ১৩৫০তম দিনে ইউক্রেনের রাজধানী কিভের দিকে অগ্রসর হয়ে রুশ ফৌজের নতুন শহর দখল ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৮:১১
Russia claims, its troops in Pokrovsk are advancing northwards to Ukraine

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনা। ছবি: রয়টার্স।

এক সপ্তাহের ধারাবাহিক সামরিক অভিযানে ইউক্রেনের সাতটি জনপদ দখলের পর আরও কিভের দিকে আরও অগ্রসর হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা। তীব্র লড়াইয়ের পরে বুধবার ডনেৎস্ক ওব্লাস্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ও প্রশাসনিক কেন্দ্র পোক্রোভস্ক রুশ ফৌজের দখলে এসেছে বলে দাবি করেছে ক্রেমলিন।

Advertisement

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন পুতিন। সেই যুদ্ধের ১৩৫০তম দিনে ইউক্রেনের রাজধানী কিভের দিকে অগ্রসর হয়ে রুশ ফৌজের নতুন শহর দখলকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকেরা। বস্তুত, কিভের ‘লজিস্টিক হাব’ পরিচিত পোক্রোভস্ক ইউক্রেন সেনার প্রতিরক্ষা ব্যূহের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। যদিও একদা ৬০ হাজারের বেশি জনসংখ্যার শহরটি গত সাড়ে তিন বছরের ধারাবাহিক রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

রুশ প্রতিরক্ষা দফতর শনিবার জানিয়েছিল, গত ২৫-৩১ অক্টোবরের লড়াইয়ে খারকিভ, জ়াপোরিঝিয়া এবং নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ওই জনপদগুলি ‘মুক্ত’ করা হয়েছে। এর পরে বুধবার আরও উত্তরে অগ্রগতির দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর ফ্রন্টলাইন লজিস্টিকসের জন্য গুরুত্বপূর্ণ ছিল পোক্রোভস্ক। এর ফলে পুরোদমে শীতের তুষারপাত শুরুর আগে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং রসদ সরবরাহে অসুবিধায় পড়বে তারা। উত্তরের পাশাপাশি মঙ্গলবার রাতে দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেও হামলা চালিয়েছে মস্কো। জ়েলেনস্কি সরকারের অভিযোগ, রুশ ড্রোনের নিশানায় ছিল বন্দর এবং অসামরিক জ্বালানি সরবরাহ কেন্দ্র।

Advertisement
আরও পড়ুন