Russia-Ukraine War

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাকে রসদ সরবরাহে গাফিলতি, পুতিন বরখাস্ত করলেন পরিবহণমন্ত্রীকে

স্টারোভোয়েটকে বরখাস্ত করার পরে প্রেসিডেন্ট পুতিন নভগোর্দ অঞ্চলের প্রাক্তন গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহণমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৯:৩৬
Russian President Putin sacks transport minister Roman Starovoyt

(বাঁ দিকে) রাশিয়ার পরিবহণমন্ত্রী রোমান স্টারোভোয়েট, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। —ফাইল চিত্র।

অভিযোগ উঠেছিল তাঁর দফতরের গাফিলতির কারণেও কুর্স্ক ভূখণ্ডে রুশ ফৌজকে সময়মতো রসদ সরবরাহ করা যায়নি। ফলে ইউক্রেনের হামলার মুখে পিছু হটতে হয়েছিল তাদের। রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার তার পরিবহণমন্ত্রী রোমান স্টারোভোয়েটকে বরখাস্ত করে সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন।

Advertisement

ঘটনাচক্রে, ২০১৯ সালে সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত কুর্স্ক অঞ্চলের গভর্নর ছিলেন স্টারোভোয়েট। কুর্স্কে ইউক্রেন ফৌজের হামলার সময়ই তাঁকে পরিবহণমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন পুতিন। স্টারোভোয়েটকে বরখাস্ত করার পরে নভগোরদ অঞ্চলের প্রাক্তন গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহণমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। পুতিনের সঙ্গে তার করমর্দনের ছবিও প্রকাশ করা হয়েছে।

পরিবহণমন্ত্রী পদ থেকে প্রভাবশালী নেতা স্টারোভোয়েটকে বরখাস্ত করার সরাসরি কোনও কারণ জানায়নি পুতিনের দফতর। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘প্রেসিডেন্টের মতে, আন্দ্রেই নিকিতিনের পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ওই দফতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান মুহূর্তে ওই বিষয়টিকে প্রেসিডেন্ট তাই অগ্রাধিকার দিয়েছেন।’’ প্রসঙ্গত, কয়েক মাস আগে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পরে কুর্স্কের গভর্নর পদে স্টারোভোয়েটের উত্তরসূরি অ্যালেক্সি স্মাইরভকে অপসারিত করেছিলেন পুতিন।

Advertisement
আরও পড়ুন