Kursk Region

‘ইউক্রেনের দখলমুক্ত কুর্স্ক’, তিন বছরের মধ্যে প্রথম বার যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে দাবি পুতিনের

গত ৬ অগস্ট সীমান্ত পেরিয়ে পশ্চিম রাশিয়ার কুর্স্কে অঞ্চলে অভিযান শুরু করেছিল ইউক্রেন সেনা। তারা রুশ ভূখণ্ডের অন্দরে প্রায় ৩০ কিলোমিটার ঢুকে এলাকার দখল নিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৬:৪৫
Russian President Vladimir Putin visits Kursk region for first time after ejecting Ukrainian forces

কুর্স্ক পরিদর্শনে ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স।

টানা ছ’মাসের লড়াইয়ের পরে পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চল ইউক্রেনের দখলমুক্ত করেছে রুশ সেনা। বুধবার সেই যুদ্ধবিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, কুর্স্ক দখলমুক্ত করার জন্য সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

Advertisement

রাশিয়ার সরকারি টিভিতে প্রচারিত ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে পুতিন সেনা, এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলছেন। বৈঠক করছেন সরকারি আধিকারিকদের সঙ্গে। ইউক্রনের হামলায় ধ্বংস বসতি ও শিল্পক্ষেত্র পরিদর্শন করছেন তিনি। সেখানে তিনি বলেন, ‘‘ইউক্রেনে নব্য নাৎসিরা রাজত্ব করছে। ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রুশ সেনাদের স্মৃতিসৌধ ভেঙে দিয়েছে।’’

প্রসঙ্গত, গত বছরের ৬ অগস্ট সীমান্ত পেরিয়ে পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলে সামরিক অভিযান শুরু করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী। ইউক্রেন সেনার শীর্ষস্থানীয় কমান্ডার আলেকজ়ন্ডার সিরস্কির নেতৃত্বাধীন বাহিনী রুশ সীমান্তের ৩০ কিলোমিটারের বেশি গভীরে অনুপ্রবেশ করেছে কবুল করেছিল মস্কো। ইউক্রেনের ফৌজের হামলা এড়াতে ওই অঞ্চল থেকে প্রায় দেড় লক্ষ রুশ নাগরিক ঘরছাড়া হয়েছিলেন। হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা মস্কোর হাতছাড়া হয়েছিল।

সে সময় পুতিন বলেছিলেন, ‘‘অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর জন্য আমাদের সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে।’’ সে সময় তাঁর নির্দেশে জোরকদমে কুর্স্ক পুনর্দখল অভিযান শুরু করেছিল রুশ সেনা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া। এর পর একাধিক বার রাশিয়ায় হামলা করেছে ইউক্রেন। তবে কুর্স্কের মতো কখনও রাশিয়ার এত ভেতরে ঢুকে এলাকা দখল করতে পারেনি তারা। রুশ সেনার প্রতিআক্রমণে পিছু হটলেও ইউক্রেন ফৌজ কুর্স্কের বিস্তীর্ণ অঞ্চলে ল্যান্ডমাইন পুঁতে রেখে গিয়েছে বলে বুধবার অভিযোগ করেন পুতিন। তিনি বলেন, ‘‘জনসাধারণের নিরাপত্তার জন্য দ্রুত সব ল্যান্ডমাইন অপসারণ করা হবে।’’

Advertisement
আরও পড়ুন