Roman Starovoit

সদ্যবরখাস্ত রুশ পরিবহণমন্ত্রীর রহস্যমৃত্যু, গাড়িতে মিলল দেহ! পুতিন সরকারের দাবি, অবসাদে আত্মহত্যা

সদ্যবরখাস্ত মন্ত্রীর মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কাজ শুরুর পরেই তদন্ত কমিটির মুখপাত্র বলে দিয়েছেন, ‘‘ব্যক্তিগত গাড়িতে আত্মহত্যা করেছেন স্টারোভোয়েট।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ২০:৫৪
Russia’s former transport minister  Roman Starovoyt found hours after his dismissal, authorities said suicide

(বাঁদিকে) বরখাস্ত পরিবহণমন্ত্রী রোমান স্টারোভোয়েট, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানদিকে)। —ফাইল চিত্র।

সোমবার সকালেই তাঁকে রুশ পরিবহণমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ধ্যায় সেই সদ্যবরখাস্ত রুশ পরিবহণমন্ত্রী রোমান স্টারোভোয়েটের দেহ মিলল তাঁর গাড়ির ভিতর। ক্রেমলিনের দাবি, স্টারোভোয়েট আত্মহত্যা করেছেন। রুশ সংবাদমাধ্যম ‘তাস’-এর ইঙ্গিত, মানসিক অবসাদ আত্মহত্যার কারণ হতে পারে।

Advertisement

স্টারোভোয়েটের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কাজ শুরুর পরেই তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো বলে দিয়েছেন, ‘‘ব্যক্তিগত গাড়িতে আত্মহত্যা করেছেন স্টারোভোয়েট।’’ প্রসঙ্গত, স্টারোভোয়েটের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁর দফতরের গাফিলতির কারণেও কুর্স্ক ভূখণ্ডে রুশ ফৌজকে সময়মতো রসদ সরবরাহ করা যায়নি। ফলে ইউক্রেনের হামলার মুখে পিছু হটতে হয়েছিল তাদের। পুতিন সোমবার তাঁকে বরখাস্ত করায় সেই অভিযোগই কার্যত মান্যতা পেয়ে গিয়েছিল।

ঘটনাচক্রে, ২০১৯ সালে সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত কুর্স্ক অঞ্চলের গভর্নর ছিলেন স্টারোভোয়েট। কুর্স্কে ইউক্রেন ফৌজের হামলার সময়ই তাঁকে পরিবহণমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন পুতিন। স্টারোভোয়েটকে বরখাস্ত করার পরে নভগোরদ অঞ্চলের প্রাক্তন গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহণমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। পরিবহণমন্ত্রী পদ থেকে প্রভাবশালী নেতা স্টারোভোয়েটকে বরখাস্ত করার সরাসরি কোনও কারণ জানায়নি পুতিনের দফতর।

Advertisement
আরও পড়ুন