US Attack on Venezuela

মার্কিন হানায় গুঁড়িয়ে গিয়েছে সামরিক ঘাঁটি! উপগ্রহচিত্রে ধরা পড়ল ভেনেজ়ুয়েলার আগের এবং পরের পরিস্থিতির ফারাক

শুক্রবার রাত ২টো নাগাদ (ভেনেজ়ুয়েলার স্থানীয় সময় অনুযায়ী) প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি এলাকার প্রাসাদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এর পর তাঁদের বৃহত্তম বিমানবাহী নৌজাহাজ ইউএসএস আয়ো জিমায় চাপিয়ে নিয়ে যাওয়া হয় মার্কিন বিমান ঘাঁটিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১২:২৩
মার্কিন সংস্থা ভ্যান্টর-এর তোলা কৃত্রিম উপগ্রহচিত্রে ধরা পড়েছে ফুয়ের্তে তিউনায় মার্কিন হামলার আগের এবং পরের ছবি।

মার্কিন সংস্থা ভ্যান্টর-এর তোলা কৃত্রিম উপগ্রহচিত্রে ধরা পড়েছে ফুয়ের্তে তিউনায় মার্কিন হামলার আগের এবং পরের ছবি। ছবি: সংগৃহীত।

ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে নিয়ে গিয়েছে আমেরিকা। শুক্রবার গভীর রাতের সেই অভিযানে গুঁড়িয়ে গিয়েছে ভেনেজ়ুয়েলার বৃহত্তম সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা। উপগ্রহচিত্রে ধরা পড়ল সেই ছবি।

Advertisement

শুক্রবার রাত ২টো নাগাদ (ভেনেজ়ুয়েলার স্থানীয় সময় অনুযায়ী) প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি এলাকার প্রাসাদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এর পর তাঁদের বৃহত্তম বিমানবাহী নৌজাহাজ ইউএসএস আয়ো জিমায় চাপিয়ে নিয়ে যাওয়া হয় মার্কিন বিমান ঘাঁটিতে। মার্কিন সংস্থা ভ্যান্টর-এর তোলা কৃত্রিম উপগ্রহচিত্রে ধরা পড়েছে ফুয়ের্তে তিউনায় মার্কিন হামলার আগের এবং পরের ছবি। গত ২২ ডিসেম্বরও যেখানে একাধিক ভবন ছিল, শনিবার তোলা উপগ্রহচিত্রে সেখানে দেখা গিয়েছে শুধুই ধ্বংসস্তূপ। বিমানহামলায় একাধিক ভবন কার্যত গুঁড়িয়ে গিয়েছে।

শুক্রবার রাতে অভিযানের সময়ে পুরো কারাকাসকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযানের জন্য আগে থেকেই ১৫০টি সামরিক বিমানকে প্রস্তুত রাখা হয়েছিল। তার মধ্যে ছিল এফ-২২, এফ-৩৫, এফ-১৮, ইএ-১৮, ই-২ এবং বি-১ বম্বারের মতো যুদ্ধবিমান। এ ছাড়া ড্রোনও প্রস্তুত রাখা হয়েছিল বলে জানিয়েছেন আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফ ড্যান কেন। কয়েক মাস ধরে মাদুরোর বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করেছিলেন গোয়েন্দারা, যার মধ্যে মাদুরোর দৈনন্দিন অভ্যাস— তিনি কী খেতেন, কোন পোষ্য প্রাণী পালন করতেন— সবই ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার মধ্যরাত থেকেই ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালাতে শুরু করেছিল মার্কিন সেনা। পর পর সাত বার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল কারাকাসে। মিরান্ডা, আরাগুয়ার মতো প্রদেশেও হামলা চলেছিল। মূল অভিযানের আগে গোটা কারাকাস শহরের আলো নিভিয়ে দেওয়া হয়। তার পর নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ অতিক্রম করে প্রাসাদে ঢুকে শোয়ার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় মাদুরো এবং তাঁর স্ত্রীকে।

Advertisement
আরও পড়ুন