Nigeria

নাইজেরিয়ার গ্রামে ঢুকে পড়ল সশস্ত্র আততায়ীরা! এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ৩০, অপহৃত অনেকে

শনিবার সন্ধ্যায় নাইজেরিয়ার উত্তরে নাইজার স্টেটের কাসুওয়ান-দাজি গ্রামে ঢুকে প়ড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালানো হয় গোটা গ্রামে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ২২:২৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল সশস্ত্র আততায়ীরা। মৃত্যু হল অন্তত ৩০ জনের। অপহরণ করে নিয়ে যাওয়া হল অনেককে। শনিবার পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-র প্রতিবেদন সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় নাইজেরিয়ার উত্তরে নাইজার স্টেটের কাসুওয়ান-দাজি গ্রামে ঢুকে প়ড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালানো হয় গোটা গ্রামে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। আততায়ীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। এ ছাড়া, বেশ কয়েক জনকে অপহরণ করা হয় বলেও স্থানীয়দের দাবি।

রবিবার স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কাসুওয়ান-দাজি গ্রামে ঢুকে বাসিন্দাদের উপর নির্বিচারে গুলি চালায় আততায়ীরা। স্থানীয় বাজার-সহ বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও স্থানীয়দের দাবি, নিহতের সংখ্যা ৩৭। বেশ কয়েক জন গ্রামবাসী এখনও নিখোঁজ। অপহৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। নাইজার স্টেট পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানিয়েছেন, অপহৃতদের খোঁজ চলছে। গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে এলাকায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মীও মোতায়েন করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা এপি-কে জানিয়েছেন, রবিবার দুপুর পর্যন্তও নিরাপত্তাবাহিনী গ্রামে পৌঁছোয়নি।

স্থানীয়দের আরও দাবি, হামলার প্রায় এক সপ্তাহ আগে থেকেই আততায়ীদের এলাকার আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এর পরেই গ্রামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছেন। স্বজনদের মৃতদেহ উদ্ধারের জন্য গ্রামে ফিরে যেতেও ভয় পাচ্ছেন তাঁরা। এক বাসিন্দার কথায়, ‘‘মৃতদেহগুলি ওখানেই পড়ে আছে। এখনও কোনও নিরাপত্তারক্ষী এখানে এসে পৌঁছোননি। আমরা কী ভাবে গ্রামে ফিরব?’’

Advertisement
আরও পড়ুন