Afghan Taliban

ফৌজি কুচকাওয়াজ, কপ্টার থেকে ফুল, তবে তালিবানের কাবুল দখলের চতুর্থ বর্ষপূর্তিতেও ব্রাত্য মহিলারা

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট (আদতে ১৪ অগস্ট মধ্যরাতে) আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৬:৩৬
কাবুলের রাস্তায় তালিবান বাহিনী।

কাবুলের রাস্তায় তালিবান বাহিনী। ছবি: রয়টার্স।

গৃহযুদ্ধে জিতে আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলের তৃতীয় বর্ষপূর্তি ধুমধাম করে পালন করল তালিবান। রাজধানী কাবুলের পাশাপাশি উত্তরের সার-ই-পুল থেকে দক্ষিণের কন্দহর পর্যন্ত বিভিন্ন শহরে শুক্রবার সকালে হল সশস্ত্র তালিব বাহিনীর কুচকাওয়াজ। ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, মোটরবাইকে সওয়ার তালিবান যোদ্ধারা যোগ দিয়েছিলেন কাবুল দখলের চতুর্থ বর্ষপূর্তি উৎসবে। কারও হাতে ছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, কারও হাতে সাদা-কালো তালিবান পতাকা। ছিল ২০২১ সালে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজনও।

Advertisement

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট (আদতে ১৪ অগস্ট মধ্যরাতে) আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান। পাকিস্তানে প্রশিক্ষিত তালিব বাহিনীর দ্বিতীয় বার ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির দিন কাবুলে ‘ইসলামিক আমিরেট অফ আফগানিস্তান’-এর পতাকা উত্তোলন করা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সরকারি অনুষ্ঠানে ‘প্রবেশ নিষেধ’ ছিল মহিলাদের! বিদেশি মহিলা সাংবাদিকদেরও ছাড়পত্র ছিল না। এই ঘটনা আবার সামনে এনে দিল তালিবানি শাসনে নারী স্বাধীনতা হরণের অভিযোগ।

তবে শরিয়তি শাসনাধীন আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তিতে বৃহস্পতিবার রাত থেকেই লাউড স্পিকারে দেদার বেজেছে ধর্মীয় সংগীত! রাজপথে দেখা গিয়েছে সশস্ত্র তালিব যোদ্ধাদের নাচগানও। প্রসঙ্গত, ১৯৯৬ সালে প্রথম বার কাবুল-সহ তালিবান আফগানিস্তানের বড় অংশ দখল করেছিল তালিবান। কিন্তু ২০০১ সালে ৯/১১ সন্ত্রাসের পর আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হানায় সেই সরকারের পতন ঘটেছিল। তালিবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র হাবিব ঘোফরান শুক্রবার জানিয়েছেন, আগামী দিনে কিছু প্রশাসনিক পরবর্তনের পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই পরিবর্তন মেয়েদের ষষ্ঠ শ্রেণির বেশি পড়াশোনার ছাড়পত্র দেবে কি?

Advertisement
আরও পড়ুন