BNP- Awami League

যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না, আওয়ামী লীগ কর্মীদের বার্তা বিএনপি প্রার্থীর

ভোট প্রচারের সময়ে বিএনপি প্রার্থীর দাবি, গত পনেরো বছরে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। ভোটের আগের দিনেই ভোট পড়ে যেত। এ বারে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:৪৯
মির্জা ফখরুল ইসলাম।

মির্জা ফখরুল ইসলাম। — ফাইল চিত্র।

যে সকল আওয়ামী লীগ কর্মীরা অন্যায় করেননি তাদের শাস্তি হতে দেবেন না বলে দাবি করলেন বাংলাদেশের ঠাকুরগাঁও- ১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম। শুক্রবার শোল্টিহারি বাজার থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তাঁর প্রশ্ন, নেত্রী কেন কর্মীদের বিপদে ফেলে ভারতে চলে গিয়েছেন?

Advertisement

ভোট প্রচারের সময়ে তাঁর দাবি, গত পনেরো বছরে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। ভোটের আগের দিনেই ভোট পড়ে যেত। এ বারে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ এসেছে। হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হাসিনা ভারতে চলে গিয়েছেন। ভালো করেছেন। এলাকার সমর্থক–কর্মীদের বিপদে কেন ফেলে রেখে গিয়েছেন?’’ বলেন, ‘‘আমরা কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আপনাদের পাশে আছি।’’ তার পরেই তাঁর দাবি, তিনি কখনও ভোটে জিতেছেন বা হেরেছেন কিন্তু কখনওই এলাকা ছেড়ে যাননি।

শুক্রবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তাঁর মন্তব্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা ও ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ে তোলার। জামাত নিয়ে তাঁর প্রশ্ন, ওই দল সাধারণ মানুষের জন্য কোনও কাজ করেছে কি না। বিএনপি ‘পরীক্ষিত’ দল দাবি করে তিনি ভোটে বিএনপি প্রার্থীকে জয়ী করার আবেদন জানান।

Advertisement
আরও পড়ুন