Moody's Rating

ট্রাম্পের জমানায় কি অধোগতি মার্কিন অর্থনীতিতে? ১০৬ বছর পরে বেড়ে গেল ঋণের ঝুঁকি

গত ১০৬ মধ্যে এই প্রথম বার ক্রেডিট রেটিংয়ে নেমে গিয়েছে আমেরিকা। ‘মুডিজ়’-এর রিপোর্ট জানাচ্ছে, আমেরিকার ঋণ গ্রহণ ও সুদের খরচ ধারাবাহিক ভাবে বাড়ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ২২:৫৯
‘মুডিজ়’-এর রিপোর্টে ক্রেডিট রেটিং ‘এএ-১’ করা হয়েছে।

‘মুডিজ়’-এর রিপোর্টে ক্রেডিট রেটিং ‘এএ-১’ করা হয়েছে। ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে টানাপড়েনের প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব কি এ বার পড়ল মার্কিন অর্থনীতিতে? অর্থনীতি সংক্রান্ত মূল্যায়ন সংস্থা ‘মুডিজ়’-এর ক্রেডিট রেটিংয়ে (কোন দেশকে ঋণ দেওয়া কতটা ঝুঁকির, তার মূল্যায়ন) ‘পদস্খলন’ হল আমেরিকার!

Advertisement

গত ১০৬ মধ্যে এই প্রথম বার ক্রেডিট রেটিংয়ে নেমে গিয়েছে আমেরিকা। ‘মুডিজ়’-এর রিপোর্ট জানাচ্ছে, আমেরিকার ঋণ গ্রহণ ও সুদের খরচ ধারাবাহিক ভাবে বাড়ছে। মূলত সে কারণেই ঋণ পরিশোধের সক্ষমতা কমছে। পাশাপাশি অর্থনীতির বৃদ্ধির হারও শ্লথ হয়েছে। যার অনিবার্য প্রভাব পড়েছে ক্রেডিট রেটিংয়ে।

গত ১০৬ বছর ধরে আমেরিকার ক্রেডিট রেটিং ছিল ‘ট্রিপল এ’। এ বার ‘মুডিজ়’-এর রিপোর্টে তা কমিয়ে ‘এএ-১’ করা হয়েছে। ১৯১৯ সালের পরে এই প্রথম বার নামল আমেরিকার রেটিং। মুডি’জ়ের মতো গুরুত্বপূর্ণ মূল্যায়ন সংস্থা রেটিং কমানোয় আমেরিকাকে ঋণ দেওয়ার ঝুঁকি সম্পর্কে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ট্রাম্প সরকার কর কমানোর প্র্রক্রিয়া শুরুর বার্তা দিয়েছে। যার ফলে ৪ লক্ষ কোটি ডলারের আর্থিক ঘাটতির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মুডিজ় রিপোর্টে চাপ বাড়বে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান সরকারের উপর।

Advertisement
আরও পড়ুন