Bangladesh Situation

দগ্ধ অবস্থাতেই দুষ্কৃতীদের নাম বলেন খোকন, চার দিনের মাথায় তিন জনকে গ্রেফতার করল বাংলাদেশের পুলিশ

গত বুধবার শরীয়তপুরে হামলা হয়েছিল খোকন দাসের উপর। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। দুই হামলাকারীকে দগ্ধ অবস্থাতেই চিহ্নিত করেছিলেন খোকন। রবিবার সকালে পুলিশ তিন জনকেই গ্রেফতার করল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৫:০২
বাংলাদেশে নিহত ব্যবসায়ী খোকন দাস।

বাংলাদেশে নিহত ব্যবসায়ী খোকন দাস। —ফাইল চিত্র।

বাংলাদেশে ব্যবসায়ী খোকন দাসের হত্যাকাণ্ডে অবশেষে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) রবিবার সকালে তিন অভিযু্ক্তকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো এই তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

র‌্যাব জানিয়েছে, ধৃতেরা হলেন ২৭ বছরের সোহাগ খান, ২১ বছরের রাব্বি মোল্লা এবং ২৫ বছরের পলাশ সর্দার। তাঁদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুরে নিয়ে আসা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জনের নাম দগ্ধ অবস্থাতেই বলে গিয়েছিলেন খোকন। মারধরের সময়েই তিনি চিনতে পেরেছিলেন সোহাগ এবং রাব্বিকে। অভিযোগ, চিনে ফেলার কারণেই তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তৎক্ষণাৎ মৃত্যু না হলেও তিন দিন পরে হাসপাতালে মৃত্যু হয়েছে খোকনের।

তৃতীয় অভিযুক্ত পলাশকে পরে শনাক্ত করে বাংলাদেশের পুলিশ। ধৃতেরা তিন জনই শরীয়তপুরের ডামুড্যার বাসিন্দা। গত বুধবার রাতে নিজের ওষুধের দোকান বন্ধ করে সারা দিনের রোজগার নিয়ে বাড়ি ফিরছিলেন খোকন। অভিযোগ, সেই সময়ে তাঁর উপর হামলা চালানো হয়। খোকনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক বার কোপানো হয়েছিল। পরে তাঁর মাথায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন খোকন। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। শনিবার হাসপাতালে মৃত্যু হয় খোকনের। এই হত্যাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল খোকনের পরিবার। অবশেষে চার দিনের মাথায় অভিযুক্তদের গ্রেফতার করা হল। তদন্তকারীদের অনুমান, টাকা ছিনতাইয়ের উদ্দেশে খোকনকে আক্রমণ করা হয়েছিল। পরে মোটরসাইকেলের জ্বালানি খোকনের গায়ে ঢেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement
আরও পড়ুন