News Of The Day

ট্রাম্পের নয়া শুল্ক কার্যকর হচ্ছে, কী প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্যে। ওভাল টেস্ট। আবহাওয়া। আর কী নজরে

ভারত-সহ গোটা বিশ্বের বাণিজ্য মহলে ট্রাম্পের শুল্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি এবং মার্কিন শুল্কনীতির দিকে নজর থাকবে আজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৭:৪২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আমেরিকার নতুন শুল্কনীতি কার্যকর হচ্ছে আজ, ১ অগস্ট থেকে। ভারত-সহ বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর চাপিয়েছেন ২৫ শতাংশ শুল্ক। সঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে একটি জরিমানার কথাও উল্লেখ করেছেন তিনি। যদিও ওই জরিমানার বিশদ কোনও ব্যাখ্যা মেলেনি। ট্রাম্প-ঘোষিত শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা বিশ্লেষণ করে দেখছে ভারত সরকার। ভারত-সহ গোটা বিশ্বের বাণিজ্য মহলে ট্রাম্পের শুল্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি এবং মার্কিন শুল্কনীতির দিকে নজর থাকবে আজ।

শুরু হয়ে গিয়েছে ওভাল টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টেও টস হেরেছেন শুভমন গিল। আগের চারটি টেস্টেও তিনি টস হেরেছেন। প্রথমে ব্যাটিং করছে ভারত। আজ দ্বিতীয় দিনের খেলা। বিকেল ৩:৩০ থেকে খেলা শুরু। দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা গাঙ্গেয় বঙ্গের উত্তর দিকে সরে এসেছে। তার দোসর রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে দক্ষিণবঙ্গে আরও দু’দিন দুর্যোগ চলবে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে। আজ উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। আজ ‘টক টু মেয়র’ পরবর্তী আলোচনায় গত কয়েক দিনের বৃষ্টির পরিস্থিতি উঠে আসতে পারে। রাস্তায় যাতে জল না-জমে, সে জন্য পুরসভার ব্যবস্থাপনার দিকটিও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।

বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া শুক্রবারই প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তালিকা তুলে দেওয়া হবে। কারও নাম জুড়তে হলে বা কারও নাম ওই তালিকা থেকে বাদ দিতে হলে কী নিয়ম মানতে হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সং‌ক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু রাজনৈতিক দলগুলি নয়, যে কোনও সাধারণ ভোটার এই তালিকা পরিবর্তনের আবেদন জানাতে পারবেন, তবে এক মাসের মধ্যে।

Advertisement
আরও পড়ুন