Balochistan Attack

বালোচিস্তানের বিদ্রোহীদের এ বার নিশানা পোলিয়ো টিকাকরণ! খুন করা হল দুই স্বাস্থ্যকর্মীকে!

বালোচিস্তানের মস্তাং জেলার অতিরিক্ত কমিশনার আক্রম হারিফাল জানিয়েছেন, দুর্গম তেরি এলাকার গ্রামগুলিতে পোলিয়ো টিকা দিতে গিয়ে বুধবার হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৪
এ বার জঙ্গিদের নিশানায় পাকিস্তানের পোলিয়োকর্মীরা।

এ বার জঙ্গিদের নিশানায় পাকিস্তানের পোলিয়োকর্মীরা। —ফাইল চিত্র।

শিশুদের পোলিয়োর টিকা দিতে গিয়ে জঙ্গি হামলার শিকার হলেন পাক স্বাস্থ্যকর্মীরা। বুধবার সকালে বালোচিস্তান প্রদেশের মস্তাং জেলায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে দুই স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ হামলার নিন্দা করে জঙ্গিদের ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে মস্তাং জেলার অতিরিক্ত কমিশনার আক্রম হারিফাল জানিয়েছেন, দুর্গম তেরি এলাকার গ্রামগুলিতে পোলিয়ো টিকা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের গাড়ি আটকে গুলি করে জঙ্গিরা। এক জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মস্তাংয়ের নবাব ঘাউস বক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় অন্য এক জনের।

গত কয়েক বছরে পাক খাইবার-পাখতুনখোয়া প্রদেশে পোলিয়ো টিকা দিতে গিয়ে একাধিক বার পাক স্বাস্থ্যকর্মীরা বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি)-এর হামলার মুখে পড়েছেন। কয়েক জন হতাহতও হয়েছেন। পাক তালিবানের একটি কট্টরপন্থী অংশ পোলিয়ো টিকাকরণ কর্মসূচির বিরোধিতা করছে। যার জেরে আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সেনা ও পুলিশের পাহারায় পোলিয়ো টিকাকরণ কর্মসূচি চালাতে হয়। এ বার সেই তালিকায় চলে এল বালোচিস্তানও।

Advertisement
আরও পড়ুন